আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় আঘাত পেয়ে কে কি করে জানো ?

আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে, দাঁড়িয়ে থাকতে-থাকতে আমার পায়ে শিকড় গজাবে ... আমার প্রতীক্ষা তবু ফুরোবে না ...

ভালোবাসায় আঘাত পেয়ে কে কি করে জানো ? দেখছি তাদের অনেকেরই এইরূপেতে মানো - ভালোবাসায় আঘাত পেয়ে চলছে যাদের জীবন শান্তি - সুখের অভিনয়েই তাদের চাল - চলন ! বাইরে তারা সুখী মানুষ শান্তিতে স্বস্থির , ভিতর তাদের মন - অসুখে অশান্ত - অস্থির ! কেউবা তাদের মরে গিয়ে সুখ লভিতে চায় , কেউবা তাদের নেশার রাজ্যে শান্তি খুঁজতে যায় ! কেউবা তাদের নিয়োগ করে ধ্বংসমুখী কাজে , কেউবা তাদের ঘুরে ফিরে পাগল মানুষ সাজে ! কেউবা তাদের অভিমানে দেশান্তরী হয় , কেউবা তাদের কর্মে ডুবে বিশ্ব করে জয় ! বলো বন্ধু ! কোন্ মানুষটি আঘাত পেয়ে সঠিক কাজটি করে ? লাভ কি হলো সেই মানুষটির ভালোবাসায় পড়ে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।