আমাদের কথা খুঁজে নিন

   

একটু হাসেন ( নো ১৮ + সবার জন্য )

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
আসসালামু-আলাইকুম আমি কখনো সামুতে কৌতক লিখিনাই এইটাই প্রথম পড়ে দেখেন তো কেমন হল। বুঝবেন কি না আল্লাহ্‌ জানেন। যাই হোক শুরু করলাম- এক বুড়া ষাটউর্দ বয়স কাটার মেশিনে কাজ করার সময় বেখায়ালির কারনে বাম হাতটা মেশিনে আঁটকে গেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার বাম হাতটা কেটে ফেল্ল। আত্মীয় স্বজন সবাই বুড়া কে দেখতে এল হাসপাতালে।

ছেলের বউ এসে বল্ল। বাবা আপনার ভাগ্য ভাল বাম হাত কাটা গিয়াছে, যদি আপনার ডান হাত কাটা যেত তো আপনি খানা খেতেন কি ভাবে। বুড়া তখন বল্ল। আমার কি জ্ঞান কম আছে। যখন দেখলাম আমার ডান হাত কাটা যাবে তখন ডান হাত টা মেশিন থেকে বাহির করে, বাম হাতটা মেশিনে দিয়া দিলাম।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।