আমাদের কথা খুঁজে নিন

   

জেমস্ (নগর বাউল)'এর গাওয়া সেরা গান কোন'টি ?

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
জেমস'এর অনেক জনপ্রিয় গান এখনো মনে দাগ কাটে। বর্তমানে অনেক শিল্পী'র ভীরে জেমস্, বাচ্চু, হাসানের গান প্রায় চাপা পরে যাচ্ছে। তাদের প্রচুর জনপ্রিয় গান আছে। বর্তমানে আর্টসেল, ব্ল্যাক, অর্থহীন, শিরোনামহীন ইত্যাদি ব্যান্ডের ভীরে তাদের গান হারিয়ে যাচ্ছে। কিন্তু স্কুল জীবন থেকে শুনা তাদের গান গুলো সব সময় চির-সবুজ। মনে দাগ কেটে যায়... জেমস্'এর প্রচুর জনপ্রিয় গান আছে তার যাবে আপনি কোন'টি কে সেরা মনে করেন, হয়তো তা বিচার করা একটু কঠিন। যেমন আপনি যদি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা শুনেন তবে এটাই বেস্ট আবার আব্বু-আম্মু থেকে দূরে আছেন বা মিস করছেন তখন বাবা (হারজিৎ) মা (এখনো দু'চোখে বন্যা) এগুলো সেরা মনে হবে। আবার যখন আরো কিছু ক্ষন কি রবে বন্ধু.... তখন.... এমন আরো অনেক গান আছে সেখান থেকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করুন জেসম্ এর সেটা গান কোনটি...... ফেসবুকের মাধ্যমে ভোট দিতে পারবেন। মা সোনার বাংলা বাবা আমি গান গাইলে বন্ধু (আর কিছুক্ষণ কি রবে?) তুমি যাকে অশ্রু বলো বর্ষা আমার চোখের প্রিয় ঋতু তুমি যদি নদী হও যে পথে পথিক নেই তবে বন্ধু নৌকা ভেরাও ভালবেসে চলে যেওনা বিজলী জেল খেকে বলছি অন্যন্যা তারায় তারায় পথের বাপ ঠিক আছে বন্ধু দু:খীনি দু:খ করোনা তের নদী সাত সমুদ্দুর ফেসবুকে Question লিঙ্ক: Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.