আমাদের কথা খুঁজে নিন

   

ইশ যদি পারতাম!!!!!!!!

আমারো পরান যা হা চায়.......

ছবি আকার নেশাটা অনেক ভালো লাগে........। ছবি আকতে ছবি দেখতে কি যে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার না। আগে কোনো এগজিবিশন মিস করিনি। এখন কত এগজিবিশন শুরু হয় শেষ হয় যাওয়া হয়না। কিনতু ছবির প্রতি ভালো লাগাটা শেষ হয়ে যায়নি।

ছবি দেখলেই তাকিয়ে থাকি .......। স্বপ্নে কত রকমের ছবি যে আমি আকি। ঘুম ভেংগে উঠার পর মনে হয় রং তুলি নিয়ে বসলেই ছবিটা মর্তে নেমে আসবে। কিনতু আসেনা। ছবিটা অন্য গ্রহেই থেকে যায় পৃথিবীতে আর আনতে পারিনা।

খালি ক্যনভাসগুলো আমার দিকে চাতক পাখির মত তাকিয়ে থাকে। ইচ্ছে করে একে ভরে ফেলি। কিনতু আকা হয়না। আমি পারিনা। মনের ছবিগুলো আকার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি।

ইদানিং খুব বৃষ্টির সিরিজ আকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পিচঢালা রাস্তায় বৃষ্টির ছবি আকি এই ছবিটার মত ,গ্রামের মেঠো পথের কাদামাখা অবস্থা আকি.....মেঘে ঢাকা গোমরা কালো আকাশ আকি...........কিনতু আমি পারিনা। কিছুই পারিনা আকতে। খালি মনে হয় ইশ যদি পারতাম..............।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।