আমাদের কথা খুঁজে নিন

   

হিট যদি না খাইতে চান (১টি মহা জ্ঞানী পোস্ট)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

ব্লগে অনেকেই আছেন কি করে হিট খাইতে হয় সেটা নিয়ে পোস্ট দেন। টিপস দেন কি করে হিট নামক বস্তু টা খাইতে হয়। আর সেই পোস্ট পড়ে ব্লগাররা হিট খাওয়ার চেষ্টা করতে থাকেন। এইবার আসেন ভিন্ন কিছু শিখি। কি করে আপনি এসব থেকে দূরে থাকতে পারেন।

তার মানে হল যে আপনার হিট হওয়ার দরকার নাই। ব্লগে আসেন, মন্তব্য করেন, কোন ক্যচাল সংক্রান্ত কোন পোস্ট এ মন্তব্য করা থেকে বিরত থাকেন ইত্যাদি ইত্যাদি। ১। ব্লগে অযথা রিপোস্ট করা থেকে বিরত থাকুন। সামুতে এখন এটা অত্যাধিক ভাবে বেড়ে গিয়েছে।

বিশেষ করে রেটিং উঠে যাওয়ার পর থেকে। ২। “ক্লিক করেই ডলার আয়” এমন পোস্ট করা থেকে বিরত থাকুন। ৩। ব্লগে ব্লগারদের পোস্ট এ কমেন্ট করুন কিন্তু অতটা নয়।

আবার একদম ই করবেন না তা নয়। কারণ যদি মাসে ২/১ টা করেন তাহলে আপনাকে কেউ চিনবে না। আর তাই মন্তব্য করুন। ৪। রাজনীতি সংক্রান্ত কোন পোস্ট দিবেন না কিংবা এতে মন্তব্যও করবেন না।

শুধু পড়ে চলে যেতে পারেন। ৫। কোনরকম বিতর্ক এ জড়াবেন না। এটা হতে পারে ব্লগে বা অন্য কোন বিষয়ে। ৬।

তোষামোদি করা থেকে বিরত থাকুন। কাউকে উদ্দেশ্য করে কোন পোস্ট দেয়া, কিংবা কারো পোস্ট এ তৈল জাতীয় কিছু প্রদান করা থেকে নিজেকে দূরে রাখুন। ৭। ব্লগে গালিগালাজ করা থেওকে নিজেকে দূরে রাখুন। ব্লগে অনেক সময় উত্তেজিত হয়ে অনেকেই অনেক কথা বলেন।

তাই বলে গালিগালাজ করবেন না কখন ও। বরং যে গালিগালাজ করবে উল্টা সেই শাস্তি পাবে। ৮। ব্লগারদের পোস্ট এ কমেন্ট করবেন কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে। একান্ত দরকার না হলে বেশি কথা বলবেন না।

৯। লুল সম্প্রদায় এর কোন ব্লগার না হতে চেষ্টা করুন। ১০। পোস্ট বেশি বেশি করুন। সেই পোস্ট যদি বেশি সংখ্যক ব্লগার পড়ে তাহলে তাতেই সন্তুষ্ট থাকুন।

১১। আপনার পোস্ট এ মন্তব্য কম আসে এ নিয়ে পোস্ট দেয়ার কোন মানে নাই। ১২। কোন রকম যোগাযোগ ব্লগের বাহিরে কারো সাথে রাখবেন না। ১৩।

ব্লগের কোন অনুষ্ঠান এ যাওয়ার দরকার নাই। ইত্যাদি বিষয়াদি সম্পর্ক এ সম্মুখ ধারনা আপনার থাকলে কোন অসুবিধা হবে না আশা রাখি। বিঃদ্রঃ এম১৫৪ পরিবেশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।