আমাদের কথা খুঁজে নিন

   

চারদিকে কত ভক্ত কত বিদ্রোহী অথচ দেবতাদের দেখা মেলেনা

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা

আগে এই ভারতবর্ষে কত দেব দেবী ছিলেন! এক হিমালয়ের আশেপাশেই তো সপরিবারে বাস করতেন কোটিখানেক দেবদেবী! যখন তখন তারা পৃথিবীতে নেমে ও আসতেন। কেউ কউ ভক্তের স্তুতিতে তুষ্ট হয়ে বর, অস্ত্র, রথ প্রভৃতি দান করতেন। কেউ বিদ্রোহী হলে তাকে সবংশে নিধন করতেন। তখন তারা ঘন ঘন মর্ত্যে আসতেন, এমনকি মর্ত্য লোকের অনেক যুদ্ধ টুদ্ধতে তারা পক্ষ অবলম্বন ও করতেন। একেক দেবতার ছিল একেক রকম মেজাজ। আজ চারদিকে কত ভক্ত, কত বিদ্রোহী ,কত যুদ্ধ অথচ দেবতাদের দেখা মেলেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।