আমাদের কথা খুঁজে নিন

   

এ অশ্রু কোথায় রাখব ?

SSC র রেজাল্ট বেড়ল। অনেকে খুব খুশি, এত ভালো রেজাল্ট এ খুশি হবার ই কথা। কিন্তু অন্য এক দৃশ্য খুব ই মর্মাহত করেদিল। আমার কাজিন পেয়েছে gpa 4.75. ৫টি বিষয়ে ৮০ র উপর মার্কস পেয়ে সে পাস করেছে। খুশি না হওয়ার কিছু নাই।

কিন্তু সে কাঁদছে। এমন অবস্থা আমার এক বন্ধুর বোনের। ও পেয়েছে 4.94. খুব ই ভালো ফলাফল। কিন্তু সেও কাঁদছে। আমাদের বোন রা যখন কাঁদে তখন আমরা ভাই হিসেবে মনে হয় পৃথিবীটা র যা কিছু সুন্দর তা এনে দেই বোনের পায়ের কাছে।

কিন্তু এ ব্যাপারে আমরা ভাই রা নিরুপায়। ফলাফল ভালো করেছে অথচ অনিশ্চিত ভবিষ্যৎ। ভালো কোথাও ভর্তি হতে পারবে না। তার পর কি হবে? অনেক অবুঝ আতেল লোকের আজেবাজে কথা বার্তায় মানসিক ভাবে ভেঙ্গে যাচ্ছে এসব নতুন তরুন মন। যে সময় এরা মন কে খুলে দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববে, নতুন নতুন চিন্তা আর আইডিয়ায় তৈরি করবে নতুন কোন দিগন্ত।

কিন্তু বড় বড় সব আজাইরা মাথার আজাইরা চিন্তায় এসব প্রানকে আজ কে শান্তনা দেবে? কে ওদের আশার কথা শুনাবে? আর আমরা ছোট ভাই বোনদের এমন অশ্রু মাখা চোখ কি করে সহ্য করব? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.