আমাদের কথা খুঁজে নিন

   

একজন রাখী আন্টি

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়

তখন আমি বি-বাড়িয়াতে থাকি, সরকারী কোয়ার্টার। আমাদের সেই কোয়ার্টারে থাকত জনৈক চাকমা মহিলা। নাম তার রাখী চাকমা। পেশায় সরকারী চাকরীজীবি। যতটুকু মনে পড়ে তখনো ভদ্র মহিলার বিবাহ হয় নাই।

আমাদের বিশেষ করে আমার খুব প্রীয় ছিলেন রাখী আন্টি। তার কাছ থেকেই প্রথম জানতে পেড়েছি আমাদের উপজাতি সম্প্রদায়ের কথা। প্রায় খুনটুসি হত তার সাথে আমাদের তথা সকল পিচ্চিদের। ১৯৯১ সালে সেই কোয়ার্টার ছেড়ে চলে আসি আমরা। তারপর গত হয়ে গেছে দুই দশক, অথচ আজও আমার মনে আছে সদা চঞ্চল সেই আন্টিটির কথা।

বিশ বছরের বেবদানে আজ সে কোথায় আছে তা আমার পক্ষে আর বের করা গেল না। রাখী আন্টি যেখানেই থাক, ভাল থাক, শান্তিতে থাক এই কামনাই রইল। আর জীবনে চলার পথে যদি কখনো দেখা হয়েই যায় তবে তোমার প্রিয় খাবার ''কিড়া'' তে ভাগ বসাতে ভুলবনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.