আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছে স্বপ্ন-মায়া মুখ

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল

নাসির আহমাদ রাসেল কেমন আছে তোমাদের সেই দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ । হরিৎ ধানের ক্ষেত। কেমন আছেতোমাদের সেই রূপালী জলের নদী । ইলিশ জালের নাও। কেমন আছে তোমাদের সেই সারি সারি সুপারি বাগান ।

জ্যৈষ্ঠ পূর্নিমার চাঁদ । কেমন আছে তোমাদের সেই কাঠাল গাছের পাতা দোয়েল পাখির শীষ । কেমন আছে তোমাদের সেই নীল জলের পুকুর শিশির স্নিগ্ধ ভোর । কেমন আছে তোমাদের সেই চালতা পাতার গাছ। চড়–ই পাখির নীড়।

কেমন আছে তোমাদের সেই মেঘের দুপুর বৃষ্টি ঝরা রাত। কেমন আছে তোমাদের সেই মেঠো পথ গোধূলি বিকেল। কেমন আছে তোমাদের সেই ছয়লা ফুলের গাছ কাশের শুভ্র বন কেমন আছে তোমাদের সেই জোনাকীরা । ডাহুক পাখির ডাক। কেমন আছে হৃদয়ের সেই “সোনা” স্বপ্ন-মায়া মুখ।

স্বপ্ন-মায়া মুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.