আমাদের কথা খুঁজে নিন

   

কাল নর্দার্ন পাওয়ারের ভাগ্য নির্ধারণ: থাকছে এমজেএল ও এমআই সিমেন্ট



নর্দার্ন পাওয়ার সলিউশন, এমআই সিমেন্ট ও মোবিল যমুনা লুব্রিকেন্ট বাংলাদেশ (এমজেএল) বিষয়ে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে। এসব কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার কমিশন সভার আহ্বান করা হয়েছে। সালমান এফ রহমানের নর্দার্ন পাওয়ার সলিউশন সোমবার আইপিও মূল্যে বন্ডের প্লেসমেন্ট রূপান্তরের জন্য এসইসিতে পুনঃআবেদন করায় কমিশন সভায় বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানা গেছে। এর আগে ১৮ শতাংশ সুদ ও ফেসভ্যালু প্রাইসে বন্ড শেয়ারে রূপান্তর করার আবেদন করে নর্দার্ন পাওয়ার। এভাবে রূপান্তরযোগ্য বন্ডের আড়ালে প্লেসমেন্ট বাণিজ্যের বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এর ফলে বিভিন্ন মহলের চাপ থাকা সত্ত্বেও সালমান এফ রহমানের নর্দার্ন পাওয়ারের রূপান্তরযোগ্য বন্ডের আড়ালে প্লেসমেন্ট বাণিজ্যকে প্রতিষ্ঠানিক রূপ দেয়া থেকে সরে আসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- এসইসি। জানা গেছে, নর্দার্ন পাওয়ার সলিউশন লিমিটেড রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করে ১৭৫ কোটি টাকা সংগ্রহের জন্য গত ৩০ মার্চ এসইসিতে একটি আবেদনপত্র জমা দেয়। তবে এসইসি এ প্লেসমেন্ট ও ফেসভ্যালু প্রাইসে কনভার্ট করার আবেদনটি নাকচ করে। যার পরিপ্রেক্ষিতে কমিশনের কাছে সংশোধিত আবেদন জমা দিতে বাধ্য হয় নর্দার্ন পাওয়ার সলিউশন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার এমজেএল ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

যার ফলে ১৮ এপ্রিল এমআই সিমেন্ট এবং গতকাল মঙ্গলবার এমজেএল কর্তৃপক্ষ তালিকাভুক্তির সময় বাড়ানোর জন্য এসইসিতে আবেদন জানায়। এমআই সিমেন্টের তালিকাভুক্তির মেয়াদ ১ মাস বাড়াতে আবেদন জানানো হয়েছে বলে এমআই সিমেন্ট কর্তৃপক্ষ জানায়। এ প্রতিষ্ঠানটি এবারই প্রথম তালিকাভুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে। অপরদিকে মোবিল যমুনা এর আগে আরো দু'বার প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ বাড়াতে এসইসিতে আবেদন জানায়। যার প্রেক্ষিতে প্রথমে দুই সপ্তাহ এবং পরে এক সপ্তাহ তালিকাভুক্তির মেয়াদ বাড়ায় এসইসি।

আবার নতুন করে প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ বাড়ানো হবে কি-না বিষয়টি এসইসি বিবেচনা করবে। তবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত থাকায় এবং সরকার মোবিল যমুনা লুব্রিকেন্টে'র ২০ শতাংশের অংশীদার হওয়াতে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।