আমাদের কথা খুঁজে নিন

   

।। হাওয়া ।।

বাঙলা কবিতা ........................... অন্ধকারাচ্ছন্ন গাড়ি আলোমরা ছাই যেন স্তুপ হয়ে আছে এ গাড়ি যাচ্ছে না কোনওখানে বিগতগমণ থেকে ফিরেও আসছে না কিন্তু শব্দ হচ্ছে জগদগম্ভীর তথ্য নেই প্রতিপাদ তথ্যপ্রবাহ স্বপ্নহীন অলীকসম্ভব কিছুটা কি ডিজিটালও? এ গাড়ি নিজের মুখে নিজলেজ গিলে খাবে ভেবে বারবার কুণ্ডলি পাকাচ্ছে গুনগুন গেয়ে উঠছে গান মাঝে সাঝে থমথমে মুখ বসে আছে একে যদি আবহাওয়া সম্বোধন করি সংশ্লিষ্ট দপ্তরখানি শোনামাত্র মূর্চ্ছা যেতে পারে যতই অদৃশ্যে থাকো, হাওয়া হয়ে যাও, প্রিয়তমা, এসো আজ এ গাড়িকেও হাওয়া বলে ডাকি! ...........................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।