আমাদের কথা খুঁজে নিন

   

তোমার পথের পানে



এই নষ্ট শহরে প্রতিটি দিন-রাত কতটা বিষন্নতায় কেটে যায় আমার। তুমি কি জানোনা,হে সুখচারিণী? সুখচারিণী, এখনো সেলফোনের- প্রতিটি রিংটোনে, কল্পনায় তোমাকে আনে। তোমার দেয়া প্রতিটি কথা আজ- বেদনার সুর হয়ে ভেসে বেড়ায়- আমার নি:স্ব বুকে। আমি আজও চোখ বন্ধ করে দেখি তোমায়, কল্পনার শত রঙে- রাঙাই তোমায় কিন্তু সে রং আবছা নীল। তোমার বড্ড অপছন্দ রংটা, আজো কি তাই? তুমিতো জানতে, তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো শ্যাওলা পড়া- নিথর পাথরের মত। আজো কি হয়নি শেষ- তোমার অভিমানের কাঁচের দেয়াল ভাঙার? আমি আজো অপেক্ষায় সেই কৃষ্ঞচূড়ার তলে যেখানে- তোমার হাতে হাত রেখে দেখতাম হাজরো স্বপ্ন; তোমার চুলের গন্ধে মোহিত আমি আজ আর কিছুর সুবাস নেইনা। সুখচারিণী, আমি আজ একা, বড্ড একা। তোমার জন্য আর কতোদিন রবে- আমার এই পথ-চাওয়া???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।