আমাদের কথা খুঁজে নিন

   

এয়ার কুলার বিষয়ক ঠান্ডা গরম পরামর্শ চাই।

ব্লগে অনিয়মিত।

গরমের যন্ত্রনায় তো আর বাচিনা ভাই। সিজনের শুরুতেই যেই পরিমান গরম শুরু হইসে তাতে সামনের দিন গুলাতে কি হবে তা সহজেই আনুমান করা যায়। এই গরম থেকে কিছুটা রক্ষা পেতে একটা এয়ার কুলার কিনার চিন্তা করতাছি। আপনাদের যাদের এই ব্যাপারে জানাশোনা বা অভিজ্জতা আছে তারা একটু বলেন ১> এই জিনিষ আসলেই ঘর হালকা পাতলা ঠান্ডা করতে পারে কিনা। ২> দৈনিক ৮-১০ ঘন্টা চললে মাসে কত টাকা অতিরিক্ত বিল আসতে পারে ? ৩> আই পি এস দিয়ে কুলার চলে কিনা ? ৪> কোন ব্রান্ডের কুলার ভালো হতে পারে? আনুসান্গিক আরো যদি কোন বিষয় আপনাদের জানা থাকে আমার সাথে শেয়ার করুন প্লিজ। আমার রুমটার সাইজ ১৮০ স্কয়ার ফিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।