আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু কাব্য [একটি ছ্যাকা টাইপ অনুকাব্য সমষ্টি ]

ভালো থাকার চেষ্টা করি সদা ১ মস্তিষ্কে ঘুরিস তুই সকাল সন্ধ্যা রাত মিছে আশায় মুষ্টিবদ্ধ জ্যোৎস্নাহীন হাত। ২ তোকে নিয়া সপ্ন ছিলো হাজার তুই এখন ভীনদেশী রাজার। ৩ কদম নিয়া ম্যাইয়ারে কই ভালোবাসি তোরে তোকে নিয়া হাঁটতে যামু জ্যোৎস্না ছায়ার ভোরে। ৪ ঘুম আসে না চোখে তোকে হারানোর শোকে। ক্যান দিলি দুঃখ মন যে এখন রুক্ষ।

৫ ডাইনে-বামে শুধুই তুই ইচ্ছা করে তোকে ছুঁই। তুই তো এখন অন্য কারো আমি ছিলাম সিরিয়ালে বারো। ৬ হাসি না- কাশি না তোকে ভালোবাসি না তুই ভালো রাশি না তোর মনের চাষী না। ৭ কাঁদি আমি জ্যোৎস্না রাতে চাঁদ থাকে পাহারায় তোর স্মৃতি ধূসর ভীষন থাকে মনের সাহারায়। ৮ তুই তো ভালোই আছিস অন্যের বাহুডোরে আমি তো আনস্মার্ট,সেকেলে আছি তোর-ই ঘোরে।

বিঃদ্রঃ স্কুল- কলেজ জীবনে আমার আশে- পাশের বন্ধু গুলা ছিলো নারী বিবর্জিত। কিন্তু বর্তমান পেক্ষাপট আমার ভিন্ন। আমার পছন্দের কিল-ঘুঁষি,লাথি দেয়া টাইপ বন্ধু গুলা প্রায় সকলেই বিভিন্ন টাইপ আপুদের দারা আক্রান্ত। বিভিন্ন সময়ে তাদের নানাবিদ অভিযোগ, অনুযোগ, সমস্যা ইত্যাদি বিষয় গুলো আমাকে শুনতে হয়। তখন, আমি বিজ্ঞের মত মাথা নাড়াই।

সমাধান দেয়ার চেষ্টা করি, যদিও সেই সমাধানটার ব্যাপারে আমি নিজেই যথেষ্ট পরিমাণে সন্দিহান থাকি। মনে মনে প্রবল প্রার্থনা করি,যেনো হিতে বিপরীত না হয়। আমার অসহায় বন্ধুগুলা খুশি হয়। জঁড়িয়ে ধরে বলে, "দোস্ত থাঙ্কু। তুই আসলেই আমার খঁটি দোস্ত।

" আমি তখনো মনে মনে প্রার্থনা করতে থাকি। "আল্লাহ বাঁচাই্যয়া দিও। বর্তমানে আমার কিছু বন্ধু বিরহ রজনী পার করতাছে। আজকের পোস্টটা তাদেরকেই উৎসর্গ করলাম। [আপুরা বিঃদ্রঃ খানা ইগনোর করবেন]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।