আমাদের কথা খুঁজে নিন

   

Symphony Xplorer W90 এর কিছু তথ্য(রি-ব্রান্ডিং সংক্রান্ত)

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সুপ্রিয় ব্লগারগণ ও এন্ড্রয়েডপ্রেমী বা অপ্রেমীগণ কেমন আছেন???আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আরেকটি এন্ড্রয়েড ওএস সর্মথিত হ্যান্ডসেটে রি-ব্রান্ডিং সর্ম্পকিত তথ্যাদি। সিম্ফোনী সাধ ও সাধ্যের মধ্যে আমাদের কাছে বিশ্বস্ত একটি চাইনিজ মোবাইল ব্রান্ড।

বর্তমানে এন্ড্রয়েডের স্মার্ট যুগে সিম্ফোনী ও থেমে নেই এন্ড্রয়েড ওএস সর্মথিত ডিভাইস তৈরিতে। এর জন্য নিত্য নতুন এন্ড্রয়েড ওএস সর্মথিত হ্যান্ডসেট বাজারজাত করছে সিম্ফোনী। ইতিমধ্যে সিম্ফোনী বেশ কিছু এন্ড্রয়েড ডিভাইস বাজারে ছেড়েছে। এদের মধ্যে সম্প্রতি বাজারে এসেছে Symphony Xplorer W90। যথারীতি সিম্ফোনীর এই হ্যান্ডসেটটি রি-ব্রান্ডিং করা।

আর আজকে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেই Symphony Xplorer W90 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত তথ্য সমূহ। মূল প্রস্তুতকারক দেশঃ চায়না ব্রান্ডের নামঃ Gionee মডেল নং: GN800 বা Gpad G1 স্পেসিফিকেশনঃ ছবিসমূহঃ আরো ছবি দেখতে ক্লিক করুন-এখানে Gionee GN800 এর রি-ব্রান্ডডেট করা কোম্পানীঃ ব্রান্ডের নামঃ Symphony মডেল নং: W90 সাইটের মূল লিংকঃ Symphony Xplorer W90 দামঃ ১৪,৪৯০ টাকা স্পেসিফিকেশনঃ Operating System: Android 4.0 Ice Cream Sandwich Display Size: 5" Capacitive Full Touch, Display Resolution: WVGA Display Camera: 5MP+0.3 MP CPU: 1GHz Processor (Dual Core) RAM 512 MB & ROM 4 GB 3G Network,EDGE,WiFi,GPS Proximity-Sensor, G sensor,Compass, SNS Application Android Market, Temple Run, Angry Birds, Skype, Nimbuzz,Contacts Backup,Office Suite,Doccument Reader ছবিসমূহঃ এই হল সিম্ফোনী এক্সপ্লোরার W90 এর রি-ব্রান্ডিং সর্ম্পকিত তথ্যাদি। নতুন কোন হ্যান্ডসেটের রি-ব্রান্ডিং তথ্যাদি পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।