আমাদের কথা খুঁজে নিন

   

যত দুরে

আমি এক রাত জাগা পাখি। তাই তো রাত এর আঁধারে বসে আছি একা।

যত দুরে থাকো রবে আমারই হারিয়ে যেওনা কখনো তুমি। এই গানটার মতো আমারও বলতে ইচ্ছা হয় যত দুরে যেখানে থাকো নাহ কেন, কখনো হারিয়ে যেওনা নাহ তুমি। এখন ঠিক রাত . একা একা বসে আসি।

আর আমার সব ভাবনা জুড়ে শুধু তোমার কথা। তোমার সাথে প্রথম দেখা হয়েছিলো আজ থেকে ঠিক ৪ বছর আগে। তোমার মনে আসে সেই দিন টার কথা। সময়টা ছিল সন্ধ্যা দিকে। সূর্য তখন ডুবি ডুবি করছে।

মুসলিম হল এর সামনে দাড়ায় ছিলাম আমি। সম্ভবত কোনও ফিল্ম ফেস্টিভাল হচ্ছিল। যতদূর মনে আসে আমরা আমার আসে জল দেখতে গেছিলাম আমার এক ফ্রেন্ড এর সাথে। আমার অই ফ্রেন্ড ছিল আবার তোমার কাজিন। প্রথম দেখায় তেমন কিছুই মনে হয় নাই।

তুমি জান আমি কখনো সহজে কার সাথে মিশতে পারি নাহ। ওইদিন খুব অল্প কথায় হইছিল আমাদের মাঝে। এরপর বেশ কয়বার দেখা হল আমাদের। অল্প সল্প কথা হত। মাঝে মাঝে ফ্রেন্ড এর ইয়াহু আইডি তে চ্যাট।

মাঝে মাঝে ফ্রেন্ড এর ফোন এ কথা ও হত আমাদের। মাঝে মাঝে দুই একবার দেখা ও হল। দেখতে দেখতে প্রায় ২ বছর পার হএ গেলো। এর মধ্যে একদিন তুমি তোমার ফেসবুক এর অ্যাকাউন্ট ওপেন করলা। অনেক চিন্তা করে তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম।

ফেসবুক এ কখনো খুব একটা কথা হয় নি আমাদের মাঝে। এরপর একদিন শুনলাম তুমি দেশের বাইরে চলে যাচ্ছ। তুমি যাওয়ার ঠিক কয়েক দিন আগে আবার দেখা হএ গেলো আমাদের। জি ই সি মোড়ে। হইত আমাদের ভাগ্য আমাদের আবার দেখা করায় দিলো।

মনে আসে সেদিন আমরা আইসক্রিম খাইছিলাম। আমি আমার ফ্রেন্ড তুমি আর তোমার আরেকটা কাজিন। যাওয়ার সময় আমি ঠিক মতো বাই ও দি নাই। আসলে ওইদিন ঠিক কি বলবও ভেবে পাচ্ছিলাম নাহ। আমি আজ জানি ওইদিন তুমি আমার উপর অনেক রাগ করছিলা,মনে মনে ভেবেছিলে, কেমন ছেলে রে বাবা ঠিক মতো কথা ও বলে নাহ।

এরপর তুমি বাইরে চলে গেলাম। আমিও চলে আসলাম ঢাকা। ২০১০ । আমার আজ মনে আসে ,এই ঢাকায় আমরা একদম অপরিচিত থেকে আস্তে আস্তে হএ উঠলাম ফ্রেন্ড। ঘণ্টার পর ঘণ্টার চ্যাট আর মেইল করতে করতে এক সময় আমরা ফ্রেন্ড এর কাজিন কিনবা কাজিন এর ফ্রেন্ড থেকে শুধু ফ্রেন্ড হএ উঠলাম।

প্রতিদিন আমরা কম করে হলেও ২০ থেকে ৩০ তা মেইল করতাম। আস্তে আস্তে ফ্রেন্ড থেকে বেষ্ট ফ্রেন্ড। সারাদিন এর প্রত্যেকটা কথা আমরা শেয়ার করতাম। খারাপ হোক কিনবা ভাল। দুঃখ কষ্ট আনন্দ প্রত্যেকটা কথা শেয়ার করতাম।

এর পর আস্তে আস্তে কখন যে কি হএ গেলো। এর পর অনেক উথনা পতন এর পর আজকে আজ আমি তোমার পাশে। কখন কি হল আমাদের কেউ জানে নাহ। প্রথম দেখায় কেউ কি ভেবেছিলাম আজ আমরা পাশাপাশি থাকবো। কিনবা পরিচয় হবার ৩ বছর পর যখন আমরা ফ্রেন্ড হলাম তখন ও কি জানতাম নিওতি আমাদের জন্য কি লিখে রেখেছে।

আজ ঠিক ৪ বছর পর , যেখানে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি নাহ, এই আমি কি জানতাম এরকম কিছু হবে। হইত মনে মনে এরকম কিছু চাইতাম আমি। আজ এই মুহূর্ত এ শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে সায় গান টার মতো…। যত দুরে থাকো রবে আমারই হারিয়ে যেওনা কখনো তুমি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।