আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান

ওয়াসিকুজ্জামান অনি

ব্যবধান প্রতিদিনি বেড়ে যাচ্ছে ব্যবধান , মনের আঙ্গিনায় , আমাদের হাসিতে, খুশিতে । সকালের চায়ের কাপে , কিংবা ছুটির অলস দুপুরে , প্রতিদিন ব্যবধান বেড়ে যায় । বিছানাটা হয়ে যায় যেন এক নদী , দুই জন দুইপারে , মাঝখানে বেড়ে চলে ব্যবধান । ধীরে ধীরে কখন যে শরীরটাও মরে গেছে , বুঝতেও পারিনি । আমি যখন টিভি দেখি তুমি শোন গান , মাঝখানে আমাদের বিস্তর ব্যবধান । কি দারুন এই অভিনয় , নিদারুন সমঝোতা করে যাই আপ্রান , থেকে যায় থাকুক না আছে যতটুক ব্যবধান। অনি ১৮/৪/২০১১

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।