আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষ-১৪১৮

সব মানুষ আসলে ভবঘুরে। এই ভবঘুরে জীবনে পথকে করেছি আপন । সেই জীবন পথের কিছু প্রতিচ্ছবি উঠে এসেছে আমার ক্যামেরায়।

দারুন একটা দিন কাটলো। ১৩ এপ্রিল থেকেই মনটা উড়ু উড়ু।

বসন্তের শেষ বিকেলের বাতাস জানিয়ে গেল তার বিদায়ী সূর। তপ্ত কোকিল আকাশের দিকে তাকিয়ে ঝড়ের জন্য ব্যকুল হয়ে বসে ছিল। কচি আমের গন্ধ মনকে নাচিয়ে গেল বার বার। প্রকৃতির ভিতর কেমন যেন একধরনের অস্হিরতা,নতুন কে পাবার জন্য ? নগরীর পথে প্রান্তরে বয়ে গেল রং-এর বন্যা। প্রাণের টানে ভোর সকালে চলে গেলাম রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে।

গানের সূর-লহরী ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। লাল পান্জাবী আর লাল-পেড়ে সাদা শাড়ি মনের ভিতর রং ছড়িয়ে দিল। পান্তা ভাতে ডুবন্ত ইলিশ আর সুন্দরী তরূণীদের লাস্যময়ী হাসি মিশে একাএকার হয়ে গিয়েছিল। নারীদের এত খুশীর দিন যেন আসেনি আগে ! ক্যামেরা বন্দী করলাম কিছু সুন্দর..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।