আমাদের কথা খুঁজে নিন

   

১) চিত্রনায়িকা শাকিব খানকে প্রাণ নাশের হুমকি!! ২) টেন্ডুলকারের সেঞ্চুরি মানেই দলের হার! ৩) মিসরে মোবারকের দল বিলুপ্ত ঘোষণা, সম্পদ বাজেয়াপ্ত।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

১) চিত্রনায়ক শাকিব খানকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গতকাল বিকালে শাকিব খান বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সহকারী প্রযোজক শীষ মনোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘সন্তান’ ছবির মহরত উপলক্ষে গতকাল সকাল সোয়া ১০টার দিকে শাকিব খান এফডিসিতে যান।

দুপুর সাড়ে ১২টায় মেকআপ রুমে অবস্থানকালে সহকারী প্রযোজক শীষ মনোয়ার, তার সহকারী আবদুল আজিজসহ পাঁচজন এফডিসির ৩ নম্বর ফ্লোরে মেকআপ রুমে ঢুকেই শাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে তারা পিস্তল ও শটগান বের করে হত্যার হুমকি দেন। শীষ মনোয়ার সাকিবকে বলেন, তোর বাসা আমরা চিনি, তোকে বাঁচতে দেব না। এতে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে মেকআপ রুমের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে অস্ত্রধারীদের এফডিসি থেকে বের করে দেয়।

এ ঘটনায় এফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাকিব খানের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, শীষ মনোয়ার একজন নতুন প্রযোজক। তিনি বিভিন্ন সময় নিজেকে ক্ষমতাসীন দলের নেতা দাবি করে চলচিত্র অঙ্গনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। শিষ মনোয়ার একটি নতুন ছবির জন্য পরিচালক শাহীন সুমনের মাধ্যমে সাকিব খানের শিডিউল চাচ্ছিলেন। সাকিব আগেই জানিয়ে দেন—আগামী তিন বছরের জন্য তিনি নতুন কোনো ছবিতে শিডিউল দিতে পারবেন না।

এতে ক্ষুব্ধ হয়ে গতকাল তারা অস্ত্র নিয়ে এফডিসিতে প্রবেশ করে এবং প্রকাশ্যে অভিনেতা-অভিনেত্রীদের সামনে সাকিব খানকে হুমকি দেন। হুমকি দিয়ে তারা আরও বলেছেন, ছবি তৈরির জন্য এরই মধ্যে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। শিডিউল না দিলে ক্ষতিপূরণ বাবদ সাকিবকে ৩০ লাখ টাকা দিতে হবে। এ ব্যাপারে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এফডিসিতে আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও কীসের প্রভাবে তারা আমাকে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে হুমকি দিল—তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বলেন, এ অবস্থায় আমি নিরাপত্তাহীন হয়ে পড়েছি।

সাকিব বলেন, থানায় মামলা করা হয়েছে। আশা করি পুলিশ অপরাধীর ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাব-ইন্সপেক্টর মামুন বলেন, গুরুত্ব দিয়ে এ মামলার তদন্ত চলছে। থানার ওসি ওমর ফারুক বলেন, এজাহারে দু’জনের নামোল্লেখ এবং তিনজনের নাম অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে।

২) আর কত বিস্ময় জমা রেখেছেন শচীন টেন্ডুলকার’—এই প্রশ্নটাও এখন পুরোনো হয়ে গেছে। বর্তমানে ক্রিকেট-বিশ্বের সবচেয়ে ‘পুরোনো’ ক্রিকেটার রাঙিয়ে যাচ্ছেন খেলাটির নবতম সংস্করণও। তিন অঙ্কের দেখা কেন পাচ্ছিলেন না, এটাই ছিল বিস্ময়ের। অবশেষে পেলেন। তাঁর শততম আন্তর্জাতিক সেঞ্চুরির অপেক্ষায় যখন পুরো ক্রিকেট-বিশ্ব, টেন্ডুলকার তুলে নিলেন টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি।

দেখালেন বয়স ৩৮ ছুঁইছুঁই হতে পারে, কিন্তু এখনো শেখার ক্ষুধাটা মরে যায়নি। প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিনে টেন্ডুলকারের ব্যাট থেকে বেরোলো প্রথম ‘হেলিকপ্টার শট’, দেখা গেল আরও কিছু আনঅর্থোডক্স শট। তবে দিন শেষে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি ছাপিয়ে বড় হয়ে উঠছে দলের পরাজয়। টেন্ডুলকারের সেঞ্চুরি মানেই দলের পরাজয়—ক্যারিয়ারজুড়েই এই অপবাদ তাঁর সঙ্গী। গত বছর দুয়েকের অতিমানবীয় পারফরম্যান্সে একটু চাপা পড়ে গিয়েছিল।

গুঞ্জনটা আবার উঠেছে বিশ্বকাপ থেকে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিতে হারতে হারতে টাই করল ভারত, হারল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরশু প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু সঙ্গী সেই হারের বেদনা। গুঞ্জনটা তাই আরেকটু জোরালো হচ্ছে—টেন্ডুলকারের সেঞ্চুরি মানেই দলের পরাজয়।

দ্বিমত করার মতো কাউকে খুব একটা মনে হয় পাওয়া যাবে না। তবে প্রচলিত এই কথার সত্যতা কতটুকু? পরিসংখ্যান কিন্তু এই দাবিকে খুব একটা সমর্থন করছে না। আন্তর্জাতিক সেঞ্চুরিগুলোর কথাই ধরুন। টেন্ডুলকারের ৫১ টেস্ট সেঞ্চুরির মাত্র ১১টিতেই হেরেছে ভারত, জিতেছে ২০টিতে। বাকি ২০টিতে ড্র।

‘টেন্ডুলকার সেঞ্চুরি করলেই দল হারে’—এই কথাটা সবচেয়ে বেশি শোনা যায় ওয়ানডেতে। অথচ এই অপবাদটা কতটা অন্যায্য দেখুন, ৪৮ ওয়ানডে সেঞ্চুরির ৩৩টিতেই কিন্তু জিতেছে ভারত! হার আছে ১৩টি, কিন্তু ৪৮ সেঞ্চুরির ১৩টিতে হার কি খুব বেশি কিছু! হয়তো টেন্ডুলকার বলেই ব্যাপারটা বেশি করে চোখে লাগে। হয়তো তাঁর অতিমানবীয় কীর্তিগুলো এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আলাদা কিছু মনে হয় না, বরং সামান্য ছিদ্রগুলোকেই বড় বলে মনে হয়! এর চেয়েও বড় কথা, দল হারলে টেন্ডুলকারের কতটুকুই বা করার আছে, নিজের দায়িত্ব তো তিনি শতভাগই পালন করছেন! অবশ্য সংশয়বাদীরা এসব মানবেন কেন? পরশুর পর তাঁরা বরং পেয়ে গেছেন নতুন হাতিয়ার। টেন্ডুলকার সেঞ্চুরি মানেই দলের হার, টি-টোয়েন্টিতে এই কথাটা তো শতভাগ সত্যি! এই দিনেই অবশ্য একটা সুখবরও শুনেছেন টেন্ডুলকার। ভারতরত্নটা মনে হয় পেয়ে যাচ্ছেন ‘ভারতের রত্ন।

’ ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকান জানিয়েছেন, ভারতরত্ন পাওয়ার মানদণ্ডে ক্রীড়াকেও অন্তর্ভুক্ত করার সুপারিশ করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সুপারিশ যদি মেনে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সবার আগে তো টেন্ডুলকারেরই পাওয়ার কথা! ৩) মিসরে মোবারকের দল বিলুপ্ত ঘোষণা মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের রাজনৈতিক দল বিলুপ্ত করেছেন দেশটির আদালত। কায়রোয় সর্বোচ্চ প্রশাসনিক আদালত (সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট) গতকাল মোবারকের দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) বিলুপ্তি ঘোষণা করেন। দলটির সব সম্পদ জব্দ করে সরকারি তহবিলে হস্তান্তরেরও আদেশ দেয়া হয়েছে। ১৯৭৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এ দলের নেতারা মিসরের রাষ্ট্রক্ষমতায় ছিলেন।

মোবারকের পূর্বসূরি আনোয়ার আল-সাদাত এনডিপি প্রতিষ্ঠা করেন। গণবিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়েন মোবারক। মোবারকের বিচারের পাশাপাশি এনডিপির বিলুপ্তি দাবি করে আসছিল বিক্ষোভকারীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।