আমাদের কথা খুঁজে নিন

   

টেক.নেট.বিডি ব্লগ প্রতিযোগিতায় আমি পুরস্কার পাইসি!!!!!!!!!!!

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

কি মনে হতে আজ টেক নেট এর সাইট টা চেক করলাম। সেখানে দেখি প্রতিযোগিতার রেজাল্ট দিসে। দুরু দুরু বক্ষে ওপেন করলাম পেজ। দেখি!!!!! আমি ষষ্ঠ হইসি.... আমি নাকি একটা কিউবি মোডেম পামু.... এই প্রতিযোগিতা নিয়া একডা ক্যচাল আচে।

আমি প্রথমই হইতে পারতাম। সেই ভাবে প্রস্তুতি নিয়া আগাইতেসিলাম। সব ঠিক মত চলতিসিল। স্মার্ট ফোনটা আমারও হইতে পারতো। অথবা নেটবুকটা।

একদিন টেক নেট এর এডমিন আমারে মেইল দিয়া কয, আপনেরে তো কাউন্ট করা যাইবো না। কারন? আমার লেখা নাকি কপি। আমি ফেক। এরম মানুষরে তারা প্রতিযোগিতায় রাকবে না। লিস্ট দিসে সাথে।

নয়টা পোস্টরে তারা ধরতে পারসে ৬৫ টার মদ্দে। তাতে দেখি কপি সে যেগুলারে বলতেসে, সেগুলা আসলে বেশিরভাগই সামুতে আগে পোস্ট দিসিলাম। আমি তারে কইলাম, বাই, আমি একই বান্দা। সামুতে পোস্ট দিসিলাম, সেগুলা আবার এইখানে পোস্ট দিসি। কারও থিকা কপি করি নাই।

আমি আসল বান্দা। দেখেন সেও ইশতিয়াক মাহমুদ। আমিও ইশতিয়াক মাহমুদ। কে শোনে কার কতা। সে আমারে পালটা মেইল দিল, এইসব হাঙ্কি পাঙ্কি চলবে না।

আপনে অফ যান। আমি মনের কষ্টে দুক্কে আর পোস্ট করার তাগিদই পাইলাম না। .... ফলাফল... আমি ষষ্ঠ... ক্যরে বাবা.... এইরকম হুমকি ধামকি দিয়া আমারে স্যবটাজ না করলে কি দিল শান্তি হইত না? সে আমারে ধামকি না দিলে আইজকা ঠিক স্মার্ট ফোন নয়ত নেটবুক থাকতো আমার হাতে। .... মড়ার মাইক্রোসফট। মড়ার টেকনেট।

মড়ার এডমিন। আমারে একটা মেইল পর্যন্ত দেয় নাই খবরটা দিয়া... সুতরাং আমি পুরস্কার সেরিমনি মিস করসি। এখন গেলে মোডমেটা পাওয়া যায় কি না সেইটা কপাল। মরুক সবকয়টা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।