আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাম গুরুত্বপূর্ন না



সামুতে লিখবো লিখবো ভাব অনেকদিন থেকে। কিন্তু কোনদিন কিছু লিখা হলোনা। এর অন্যতম প্রধান কারন অবশ্য আমার অভ্র কীবোর্ড। আজ থেকে অবশ্য লিখা শুরু করলাম। কেউ পরুক আর না পরুক আমার লেখা আমি নিজেই পরবো।

আমার লিখাগুলোকে আমি স্রেফ টাইপিং প্র্যাকটিস বলেই ধরে নিচ্ছি। আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃস্টিতেই দেখা হবে! যাই হোক আশা করি আমার এই অসাধারন ভুয়া ব্লগটি কেউ পরেনি! আর কেউ পরে থাকলে আমার জন্য ব্যপক বিপদের কথা! আপনি (যে পরছেন) তাকে সান্তনা দেয়ার জন্য আমার আরো দুটি প্রায় ব্যার্থ প্রচেস্ট.। । প্রথমে আমার নিজের খুব প্রিয় একটি নিজের লিখা কবিতা নামক অপসাহিত্য কুকর্ম! হৃদয়ের অবক্ষয় আমার হৃদয়, তোমার হৃদয় ধূসর ধূসর সব সময়... নীল আকাশে সপ্ন ছবি আকা কাজের সময়ের অপচয়। ।

সুখেরা বিলিন, দুঃখ মলিন। হাসতে আজ লাগে ভয়। সপ্ন দেখা, বৃস্টি ভেজা আজ যে লাগে অভিনয়। বেচে আছি থাকবো বেচে নাইবা মিলুক তাল আর লয়.। নস্ট মনের কস্ট বিলাস আজ হৃদয়ের অবক্ষয়।

। এতেও কাজ না হলে আমার ইদানিং কিছু গান ভালো লাগছে এগুলো শুনে দেখতে পারেন। লিস্টি দিয়া দিলাম। ডাউনলোদ নিজ দায়িত্তে করুন। অনেকেই হয়ত শুনেন নাই seether-careless whisper margette- my cup hinder-last kiss goodbye Three days grace-scared disturbed-inside the fire breaking benzamin- until the end daughtry-it's not over এরপরেও সান্তনা না পাইলে আমার কিচ্ছু করার নাই।

চুক চুক চুক! আমার ব্লগ নামক চুল্কানি পরে আপনার এই দুরবস্থা! ভবিস্যতে কিছু দেবার চেস্টা করবো। প্লিজ বানান ভুল ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন। আমি সঠিক বানানটি জানি। অলসতার কারনে হয়তোবা ঠিক করে লিখিনি। যারা অভ্র ইউজ করেন তারা নিশ্চয়ি আমাকে সহমর্মিতা দেখাবেন!? ধন্যবাদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।