আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ ১৪১৮



আজ বাংলা ১৪১৭ সালের শেষ দিবস। বিদায়ীবর্ষের শেষ সূর্য্যদয়ে মুখরীত হল চট্টগ্রামের ডিচি হিল প্রাগণ। ৩৩ বছরের ঐতিহ্যকে লালন করা সেই অঙ্গন আজো মুখরীত হল হাজার হাজার সংস্ক্রিতিমনা নর নাড়ির পদচারণে। নাচ গান কবিতা আবৃত্তির মনমগ্ধকর পরিবেশনা সবাকেই নাড়াদেই আর সামনে নিয়ে আসে বেশ কিছু প্রশ্ন। আমাদের দেশে কিছু লোক আছে যারা এসবের বিরোধী তাদের কিছু কাজ কর্মের নমূনা দেখুন।

১। বিগত দিনে আমরা দেখেছি এসব অনুষ্টানে নানা ধরণের বোমা হামলা, আয়োজকদের নানা ভয়ভিতি প্রদর্শন, অনুষ্টান বানচালের চেষ্টা করা হয়েছে। ২। পান্তা-ইলিশ দিয়ে বর্ষবরণকে অপসংস্ক্রিতির অংশ বলে অপপ্রচার চালান অথচ ধর্মের নামে নির্বিচারে মানুষ হত্যা করা। ৩।

দেশের স্থাপত্যকলা ও ভাকর্য্য ধংশকরা। ৪। দোররামেরে নিশ্পাপ বাচ্ছা মেয়েদেরকে হত্যা করা। ৫। একটা সম্প্রদায়কে অচ্ছুত বলে তাদের উপর ধর্মের নামে নির্যাতন চালান।

৬। ঘরে বউ রেখে মাদ্রাসার পরতে আসা বাচ্চা ছেলে মেয়েদের সাথে অসুস্হ যৌন সম্পর্ক তৈরি করা। প্রশ্ন হচ্ছে কারা এসব করেছে?? আমরা কি এসব অমানূষ গুলোকে আজ এই নববর্ষের দিনে একবার অন্তত মন থেকে ধিক্কার জানাতে পারি না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।