আমাদের কথা খুঁজে নিন

   

ভাই রে বিরাট ফাপড়!!!!

ভাই রে বিরাট ফাপড়। আফগান, পাকিস্থান, ফিলিস্তিন এ পাবলিক রা যে কি আতংকে থাকে এখন হাড়ে হাড়ে টের পাইতাছি মনে হয়। ট্রেন এ উঠলে মনে হয়, কখন ট্রেন এ আগুন দেয়, তা না হইলে ট্রেন দূর্ঘটনায় পরে, স্লিপার কাটার জন্য, বাসে উঠলে মনে হয়, কখন যানি বাসে আগুন দেয়, রাস্তায় বাইর হইলে মনে হয় কখন ভাইজানেরা আগুন দিয়া দেয়। মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগ, বিএনপি/জামাত, দেশের সবাইরে হয় মোগল সম্রাট তা না হইলে কমপক্ষে আরব শেখ। মনে করে।

সবার কাছেই হয় বিরাট মহামুল্যবান শত শত কোহীনুর রত্ন সিন্দুক ভইরা দিয়া রাখছে, আর নইলে বাড়ীর ছাদে তেলের খনি পাইছে। বাড়ীর থন বাইর হওন যাইবো না। হগ্গলতে বাড়ীতে বইয়া বইয়া পিকনিক কর। বহুত মজা। টিভি মিডিয়া ওলারা একখান কাম যদি করত মনে হয় ভালাই হইতো।

বেশি বেশি কইরা যদি তারা গৃহযুদ্ধ পরবর্তী দেশগুলার বর্তমান করুন অবস্থা দেখাইতো তাইলে যদি আমগো টুকটাক হুশ হইতো। আমরা হগ্গলতে যেমনে বেহুশ হইয়া রইছি হুশ ফেরানোটা মনে হয় তত সহজ হইবো না। তয়, হেতারা একটু টেরাই করলে খারাপ হইতো না। মাঝে মাঝে মনে হয়, আমরা মনে হয় একটু বেশিই চিন্তা করতাছি আসলে কিন্তু তেমন কিছুই না। কাউয়া হইয়া আছি।

এইডাই ভালা। কিন্তু তারপরও বিরাট ফাপড়ড়ড়ড়ড়ড়ড়ড়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।