আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ঠুর একজন মানুষ এই নিষ্ঠুর পৃথিবীতে

একবার ক্লাস ফাইভ এ থাকতে , ক্লাসটেস্ট এ বলা হল রচনা লিখো "আমার জীবনের স্মরণীয় ঘটনা লিখেছিলাম সেই রচনা... একদম সত্যি ঘটনা অবলম্বনে , আমার ছোট ভাইয়ের চির প্রস্থান এর ঘটনা কে আকড়ে ধরে ... আমার যত আবেগ ,অনুভুতি কে একাকার করে ... ক্লাসে বসে লেখতে গিয়ে দু ফোঁটা চোখের জলও গড়িয়ে পরেছিল সেইদিন ...... এখনও মনে আছে ...... সহপাঠী যারা ছিল, তাদের টপিক ছিল 'বিদ্যালয়ে প্রথম দিন',বনভজনে একদিন, প্রথম বাস ভ্রমন ইত্তাদি, বইয়ে সাধারনত যা থাকে আরকি । আমার টপিক টা নিয়ে আমার বেশ কনফিডেন্ট ছিল ... ফলাফল আমি পেয়েছিলাম ১০ এর মাঝে ৫ ! ... বাকিরা ৮ ! ঐদিনই বুঝেছিলাম , পৃথিবীটা খুবই নিষ্ঠুর ... এরা আবেগের কোন দাম দেয় না , যেখানে চাপার জোর সেখানে ফলাফল হাতেনাতে ধরা দেয় ... আমিও এখন আবেগের দাম দেই না ,চাপার জোরে আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন । আমিও এখন নিষ্ঠুর একজন মানুষ এই নিষ্ঠুর পৃথিবীতে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।