আমাদের কথা খুঁজে নিন

   

মন পরে আছে তার কে কে আর এ!!



৫৮ ও ৭৮ রানে অল আউট হওয়ার পর থেকেই বেচারার মন খারাপ। চারিদিকে সমালোচনার ঝড়। দর্শক, সাবেক খেলোয়ার, কর্মকর্তা কেউই ছেড়ে কথা বলছেন না। তিনটি ওয়ানডে ম্যাচ অস্ট্রলিয়ার সাথে। উফফ্ আবার ৫০ ওভারের খেলা!! মনস্থির করলেন ৫৮ ও ৭৮ থেকে বের হয়ে আসতে হবে।

তারাহুরা করা যাবে না, জয়ের সুযোগ থাকলেও মাথা ও শরির গরম করে খেলা যাবে না। সন্মানজনক ভাবে হারতে হবে, কোনভাবেই সন্মানী অস্ট্রলিয়া দলকে হারিয়ে অসন্মান করা যাবে না! এমনিতেই রিকির মন খারাপ অধিনায়কত্ব নেই ক্লার্ক মাত্র অধিনায়কত্ব পেয়েছেন তাকেও অসন্মান করা চলবে না ! এক ম্যাচ হারলে তিনি বোর্ডের মুখোমুখি হতে পারেন। বেচারার এ দেশের মাঠ, দর্শক, সমর্থক কাউকেই সহ্য হচ্ছে না। ভালো খেললে পিঠ চাপরান খারাপ খেললে গদাম! নাহ ভালো লাগে না। সহকারিটা একা একা ফেয়ারনেস ক্রিম মেখে ফর্সা হয়ে যাচ্ছে! আমার দিকে ওর খেয়াল নেই আমি যে দিন দিন কাইল্লা হয়ে যাচ্ছি! ইসস পেয়ারা কে কে আর প্রথম ম্যাচে হেরে গেল, আমি থাকলে নিশ্চিত হারতো না! বাংলাদেশের মাঠ আর ভালো লাগে না,মাঠে নেই শর্টকাট ড্রেসের চিয়ার লিডার।

নাই হিন্দি গানের উদ্দাম সুর। নাই টি-শার্ট বা হাতা কাটা ড্রেসের পরী। এমনকি কোন মডেলের বাংলাদেশ জিতলে বিবস্ত্র হয়ে ড্রেসিং রুমে ঢোকার ঘোষনা নেই। কিচ্ছু ভালো লাগছে না। গত ম্যাচে কে কে আর জিতেছে, বেশ আনন্দ লাগছে! হুমম প্রহর গুনছি কখন সন্মানজনক হারবো আর প্লেনে চড়ে যাবো সপ্নের কে কে আর এ।

মন পরে আছে যে সেখানে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।