আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারাদিন ঝাড়ির উপর দিয়ে যাচ্ছে, চলছি



আজ সারাদিন খুব ঝাড়ির উপর আছি, সকালে বের হব মা’এর ঝাড়ি খেয়ে বের হলাম। এমনিতেই কম খাই তাই শরীরটাও পাতলা পুতলা। মা’এর কথা হল একটু কম বেশী খেয়ে মোটা তাজা হই, এই খাওয়া নিয়ে সকালে এক দফা মা আমাকে পেয়ে বসলেন। অফিসে আসলাম সেখানেও বসের উৎপাত, কাজ করছি, তার উপর কাজ আবার তার উপর কাজ, এ্যাসাইনমেন্ট, ক্লায়েন্ট একসাথে ডাটাবেজ সবকিছু, সামলে উঠাই দায়, তার উপর বসের আলগা ফাপর মানে ”বসবর্গীয় ঝাড়ি” একটু উনিশ থেকে বিশ হলেই হয়েছে ওমনি এমনভাবে শুরু করে পুরো অফিস এক করে ফেলে। মানুষ সময় ও পরিস্থিতিতে গরম হয় কিন্তু আমার এ বসটি মনে হয় সারাদিনই গরম থাকে। এসি’র লেভেল ১৫ করা থাকে কিন্তু তাতেও কাজ হয়না। সারাদিন এই দুই ক্ষেত্রেই ঝাড়ির উপর দিয়ে গেল, আর এক ক্ষেত্র বাকী আছে শুধু বোধহয় তাও ভাল যাবেনা ! কি থেকে কিভাবে সারাটা দিন গেল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।