আমাদের কথা খুঁজে নিন

   

সাথে রাখব ফটোগ্রাফার, হয়ে যাবো সেলিব্রেটি!

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন

ফেসবুকে ইদানীং মনে হচ্ছে আমার ফটোজেনিক বন্ধুর সংখ্যা বেড়ে গেছে! ল্যাপটপের পর্দা জুড়ে শুধু ছবি আর ছবি । একেকজন একেকদিকে তাকিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোঁচ দিয়ে ছবি তুলছে । কেউ কেউ তো মনে হয় সাথে ফটোগ্রাফার বন্ধু নিয়ে যাচ্ছে । দেখা যাচ্ছে, এই সুযোগে ফটোগ্রাফার বন্ধুরা বন্ধুমহলে আগের চেয়ে বেশী পাত্তা পাচ্ছেন । সবই ছবি তোলার এবং ফেসবুকে আপলোড দেয়ার ইচ্ছার সুবাতাসের ফল ।

ভাবছি আমিও ফটোগ্রাফার বন্ধুদের সাথে বেশী মেশা শুরু করে দেবো । আজ এক বড় ভাই বললেন, "তোমার তো চেহারা ভালো আছে । রঙ্গিন পর্দায় না গিয়ে কলম হাতে কেন?" তাঁর কথাটা মনে ধরেছে । তাই, এখন থেকে সবসময় সাথে একজন ফটোগ্রাফার থাকা চাই । যে সবসময় আমার সাথে ঘুরবে, আর ক্লিক ক্লিক করবে ।

আমি হাঁটবো- একটা ক্লিক । টিএসসি তে বসে চা খাবো আর আড্ডা দেব- আবারও ক্লিক! এভাবে ক্লিকের পর ক্লিক চলতেই থাকবে । দিনশেষে রুমে ফিরে ফটোশপ করে সেরা ছবিটা ফেসবুকে দেবো । আর হয়ে যাবো সেলিব্রেটি! চিন্তাটা ঠিক আছে না?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.