আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের অসুখ ছিল...

কবিতা মায়ের অসুখ ছিল ছুটি চাইলাম- দুদিনের ছুটি বাড়ি যাবো- পেলাম না। মায়ের অসুখ ছিল তাই ছুটি চাইলাম- বস দিলেন না। মায়ের অসুখ ছিল নীরব নিভৃতে- নড়বড়ে বাঁশের সাঁকোয় নিত্য পাড় হওয়া মেয়েটির নদী জলে নিঃসঙ্গ ছায়ায়। মায়ের অসুখ ছিল প্রলম্বিত নতজানু ইউক্লিপটাসের পাতায়; এবং আমার প্রতিবাদহীনতায়। মায়ের অসুখ ছিল অথচ আমার ছিল অবৈধ ব্যস্ততা। সারাদিন ঘুরেছি তাদের সাথে পরিপাটি অনুগত কুকুরের মত; হয়ত এও আমার অপারগতা। রাত নেমে এলে পরে আমি চাঁদেদের হাটে হেঁটে চলি সমুদ্র স্বর্গের ভোজন-বিলাসে পুঞ্জাক্ষির সিরকায় আর কসমস-ভোগেনভিলার বিম্বিত মুকুরে বিমোহিত হয়। অবশেষে, অত্যন্ত ক্লান্তিতে চতর বালিতে কুকুরেরই মত লুটে পড়ি প্রগাঢ় ঘুমের ঘোরে মায়ের অসুখ বাড়ে আমি টের পাইনা কিছুই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.