আমাদের কথা খুঁজে নিন

   

সেই ফখরুদ্দীন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদিকে সংসদীয় উপ-কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার চিঠি তার কাছে পৌঁছানো হলেও তিনি আনুষ্ঠানিকভাবে চিঠি গ্রহণ করেননি। সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ফখরুদ্দীন আহমেদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জনাব এম জে এইচ জাভেদ সাবেক এই প্রধান উপদেষ্টার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ১০৮৮, ব্রিক ইয়ার্ড, পোটোম্যাক ঠিকানায় চিঠি পৌঁছে দিয়েছেন।

তবে ফখরুদ্দীন আহমদ সংসদীয় কমিটির চিঠি গ্রহণ করলেও আনুষ্ঠানিকভাবে নিতে রাজি হননি। এ কারণে তার ই-মেইলে ঠিকানাতেও চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উপ-কমিটির চতুর্থ বৈঠকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যের মধ্যে সহিংস ঘটনার তদন্তের জন্য তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনা প্রধান মইন উ আহমেদকে তলবের সিদ্ধান্ত নেয়া হয়। সংসদীয় কমিটির পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাবেক এই প্রধান উপদেষ্টার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ এবং ঢাকার জেলা প্রশাসন বরাবর নির্দেশ পাঠানো হয়েছিল বলে সূত্র জানায়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসন ফখরুদ্দীনের বাড়িতে কাউকে না পেয়ে সাতজন সাক্ষীর সামনে বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে আসে।

ঢাকা জেলা প্রশাসনও তার ঢাকার ঠিকানায় কাউকে পায়নি বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।