আমাদের কথা খুঁজে নিন

   

এইসব দিনরাত্রি

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

কয়দিন ধরে গরম পড়েছে প্রচণ্ড । দুপুরে হল থেকে বের হতে ইচ্ছা করেনা । তবু বের হতে হয় ।

একটা বাচ্চাকে পড়াই । মাস শেসে যে কয়টা টাকা হাতে পাই ,তা দিয়েই পরের মাস টা কেটে যায় । আজকের দুপুরটা ঝিম ধরা । কোন বাতাস নেই । রাস্তায় বের হলাম ।

রিকশাও নাই, দূরে এক রিকশাওয়ালা ঝিমাচ্ছে । যাবে না বোধহয় । হেটেই যেতে হবে শাহবাগ পর্যন্ত । আস্তে আস্তেই হাটি । দিনগুলো চলে যাচ্ছে নীরবে , নিশ্চুপে , নিভৃতে ।

কাকগুলো ডাকছে শুধু । বিকেল বেলা আসার সময় অনেকগুলো কাক উড়তে দেখি প্রতিদিন এখানে । অনেক উঁচুতে । দিনের সবচেয়ে সুন্দর কাটে আমার বিকালটা । হাঁটতে ভালো লাগে ।

ক্লান্ত হয়ে ঘরে ফেরা পাখির মতো আমিও ফিরি আমার আস্তানায় , পথের শেষে । পহেলা বৈশাখ সামনে , বুঝা যায় । রাস্তার পাশে চুরির মেলা বসেছে । আমি দেখে যাই মানুষগুলোকে , তাদের জীবনকে । নিজেরটা নিয়ে চিন্তা করতে ভালো লাগেনা।

জোর করে মাথা থেকে সরিয়ে দেই। বাবা মার কথা মনে পড়ে অনেক ,এতদিন পরে। নিজেকে হঠাৎ বড় অসহায় লাগে । বুক ভরা আশা নিয়ে বসে থাকা মানুষগুলো বুঝে না , কি অবহেলায় কেটে যাচ্ছে আমার দিনগুলো । সন্ধ্যার সময় যখন ফিরে আসি , তখন আমার খুব ইচ্ছা করে কোন নদীর ধারে বড় কোন গাছের ছায়ায় বসে থাকতে ।

মৃদু বাতাসে নদীর স্বচ্ছ জলের কাপন দেখতে ইচ্ছে হয় । হাসি মনে মনে । স্বপ্নগুলো কত অবাস্তব । আমার আর নদীর পারে যাওয়া হয় না । সন্ধ্যা শেষে রুমে এসে নেট খুলে বসি ।

শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি স্ক্রিনের দিকে । ব্লগের লেখাগুলি পড়তে ভালই লাগে । বন্ধুদের কাছ থেকে অনেক দূরে সরে গেছি । সবার মাঝে নিজেকে কত অনাকাঙ্ক্ষিত মনে হয় । অস্তিত্ব থেকেও অস্তিত্বহীন অনুভুতি নিজেকে বার বার নাড়া দিয়ে যায় ।

যখন অনেক রাত হয় , খোলা আকাশের নিচে যেতে ইচ্ছে করে । গেটটা খুলে মাঠের বেঞ্চের উপরে বসি । দূরে , বড় কৃষ্ণচূড়া গাছের উপরে নিয়নের স্নিগ্ধ আলো এসে পড়ে , বড় মায়া লাগে । ঘুম আসেনা , একলা জেগে থাকি । সাদামাটা রাতগুলিও স্মৃতিতে পাকাপাকিভাবেই ছাপ ফেলে যায় ।

আমি নিশ্চিত , কোন সুন্দর রাতের কথা ভাবলে এই নিঃসঙ্গ রাতগুলিই চোখে ভাসবে আমার । স্বপ্ন ছেড়ে বাস্তবতায় নামি । হলের ক্যান্টিনে মধ্যরাতেও আলো জ্বলে । সবাই যখন ঘুমায় , মধ্যরাতেও ক্যান্টিনের ছোট ছোট ছেলেরা সিংগারা ভাজে , পরের ভোরের জন্য । সারাদিন হাড়ভাঙা খাটুনির পর ওরা যখন ঘুমাতে যায় বেঞ্চিগুলোতে , তার ঘণ্টা খানেক পরই ভোরের আলো ফুটে ।

খুব ইচ্ছে করে , ওদের ডেকে ওদের স্বপ্নগুলোর কথা জিজ্ঞাসা করতে । সাহস পাই না । যার চোখে স্বপ্ন থাকে , বিষণ্ণতা তারই জন্য অপেক্ষা করে । আরেকটা নতুন দিন শুরু হবে । ভোরের আলো , রাতের ছেলেমানুষি চিন্তাগুলো আড়াল করে দিবে গোপনে।

আহ , জীবন কত আনন্দের । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।