আমাদের কথা খুঁজে নিন

   

টপ টেন এক্সপেনসিভ সুপার কার ( আমার টাটা নেনো কেনার ও ক্ষমতা নাই দু:খে কইলজা ফাড়ি যায় )

..............................

1. Bugatti Veyron ($1,700,000) : এটা বর্তমানে সবচেয়ে দামী কার । এটি সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন গাড়ি ও বটে । এর এক্সিলারেশান ০-৬০ এমপিএইচ ইন ২.৫ সেকেন্ড়স এবং গতি ঘন্টায় ২৬৭ মাইল । 2. Lamborghini Reventon ($1,600,000) : মোস্ট পাওয়ারফুল এবং দামী গাড়ির মধ্যে Lamborghini এর স্থান ২য় । এটি ৩.৩ সেকেন্ডস সময় নেয় গতি ৬০ এমপিএইচ উঠাতে এবং টপ স্পিড ঘন্টায় ২১১ মাইল ।

এটার রেয়ার (limited to 20) ও স্লিক ড়িজাইন এর কারণে এটা অনেক এক্সপেনসিভ ও কস্টলি । 3. McLaren F1 ($970,000) : ১৯৯৪ সালে McLaren F1 ছিল সবচেয়ে দামী ও দ্রুতগতির কার যদিও এটা তৈরী হয় তারও ১৫ বছর আগে । এর গতি অবিশ্বাস্য ঘন্টায় ২৪০ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ৩.৩ সেকেন্ডস সময় নেয়। যার কারণে McLaren F1 এখনও টপ সুপার কারের লিস্টে আছে । 4. Ferrari Enzo ($670,000) : এই পর্যন্ত তৈরী হওয়া রেস কারের মাধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে ফেরারী ।

Enzo এর টপ স্পিড় ঘন্টায় ২১৭ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ৩.৪ সেকেন্ডস সময় নেয় । শুধুমাত্র ৪০০ টি কার তৈরী হয়েছিল এবং বর্তমানে এটি অকশানে বিক্রি হচ্ছে $1,000,000 এ । 5. Pagani Zonda C12 F ($667,321) : ইতালির একটি ছোট কোম্পানী এই কারটি তৈরী করে । Pagani Zonda C12 F is the 5th fastest car in the world. এর টপ স্পিড় ঘন্টায় ২১৫ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ৩.৫ সেকেন্ডস সময় নেয় । 6. SSC Ultimate Aero ($654,400) : এটা দামের দিক দিয়ে ৬ষ্ট হলেও গতির দিক দিয়ে ২য় ।

এর টপ স্পিড় ঘন্টায় ২৫৭ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ২.৭ সেকেন্ডস সময় নেয় । এই মডেলের মাত্র ২৫টি কার তৈরী করা হয়েছে । 7. Saleen S7 Twin Turbo ($555,000) : The first true American production certified supercar. এটা দামের দিক দিয়ে ৭ম হলেও গতির দিক দিয়ে ৩য় । এর টপ স্পিড় ঘন্টায় ২৪৮ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ৩.২ সেকেন্ডস সময় নেয় । 8. Koenigsegg CCX ($545,568) : Swedish made, the Koenigsegg is fighting hard to become the fastest car in the world. বর্তমানে এটা দামের দিক দিয়ে ৮ম হলেও গতির দিক দিয়ে ৪র্থ ।

এর টপ স্পিড় ঘন্টায় ২৪৫+ মাইল । 9. Mercedes Benz SLR McLaren Roadster ($495,000) : A GT supercar, the SLR McLaren is the fastest automatic transmission car in the world. এর টপ স্পিড় ঘন্টায় ২০৬ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ৩.৮ সেকেন্ডস সময় নেয় । 10. Porsche Carrera GT ($440,000) : এর টপ স্পিড় ঘন্টায় ২০৬ মাইল এবং ৬০ এমপিএইচ গতি উঠাতে ৩.৯ সেকেন্ডস সময় নেয় । The Porsche Carrera GT applies the absolute calibers of a true racing car to offer an unprecedented driving feeling on the road.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।