আমাদের কথা খুঁজে নিন

   

আর লিখবো না



খুব আগ্রহ নিয়ে ব্লগ লিখতে শুরু করেছিলাম কিছুদিন আগে । এক মাস এখনো পার হয়নি, এরি মধ্যে আমি আমার অপরিপক্কতার প্রমাণ পেয়েছি । কোন এক পাঠক আমাকে ব্লগের পরিবেশ বিনষ্টকারী বলে সাবধান করে দিয়েছে, কেউ আবাল বলেছে, কেউ বিরক্তি প্রকাশ করেছে , কেউবা আরও জেনে বোঝে ব্লগ লেখার কথা বলেছে । এর পরতো আর আপনাদের সাথে থাকা যায় না । ভেবেছিলাম হয়ত সবাই সাহায্য করবে, ভুলগুলো ধরিয়ে দিবে, উৎসাহ দিবে ।

কিন্তু হচ্ছে তার উল্টোটা । তাই সিদ্ধান্ত নিলাম ব্লগে আর লিখবো না । ব্লগগুলো হয়ত বিখ্যাত সব লেখক, গবেষকদের জন্য , সেখানে আমার আনকোরা চিন্তা-চেতনার মূল্য না থাকাটাই স্বাভাবিক । তবে আবার হয়ত ফিরে আসব, কিছু জেনে –বুঝে তারপরই ফিরে আসব । তবে মাঝে মাঝে হয়ত মনের অজান্তে ঘুরে বেড়াবো ব্লগের পাতায় পাতায় ।

আশা করি তাতে হয়ত কারো কোন আপত্তি থাকবে না । কেননা, লেখক হিসেবে আমি যেমনই হই না কেন পাঠক হিসেবে আমি খারাপ নই,সেই বিশ্বাস আমার আছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।