আমাদের কথা খুঁজে নিন

   

এক ইনিংসে সর্বাধিক বাউন্ডারির রানের রেকর্ড করলেন শেন ওয়াটশন। প্লাস এক ইনিংসে ছয়ের রেকর্ড। মোট রেকর্ড ৬টি।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

প্রথমেই অভিনন্দন অসি ওপেনার শেন ওয়াটশনকে। আজকে ওয়াটশন একা যা করে দেখালেন তা কোনদিন ভুলে যাওয়ার নয়। আজকে তার রেকর্ডগুলো: ১. এক ইনিংসে সর্বাধিক ১৫টি ছয়। যা আগে ছিল মার্শালের কানাডার বিপক্ষে ১২টি। ২. বাউন্ডারি, ওভার বাউন্ডারি থেকে ১৫০ রান।

১৫x৬=৯০ + ১৫x৪=৬০ = ১৫০. যা আগে ছিল ২০০৬ সালে হার্সেল গিবসের অস্ট্রেলিয়ার সাথে করা ১২৬ রান। ৩. অস্ট্রেলিয়ানদের পক্ষে একদিনের ম্যাচে ব্যাক্তিগত সর্বোচ্চ রান ১৮৫*। আগে ছিল ম্যাথু হেইডেনের ১৮১ রান নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪. এক ইনিংসে একাই ৮০% রানের অধিকারি। ৫. এক ওভারে চার ৬ সহ ২৭ রানের অসি রেকর্ডার।

৬. লং ইনিংসে (১৫০+) সেরা স্ট্রাইক রেটের অধিকারি। একজন ব্যাটসম্যান একাই যদি এক সাথে এতগুলো রেকর্ডের অধিকারি হন তাহলে বিপক্ষ দলের বোলারেরা কি সারা জীবন মানুষের মুরগী চুরি করছে নাকি? নাকি বসে বসে শুধু দেশের আহার নষ্ট করছে????????????????????????????? তবে টাইগারদের ব্যাটসম্যানদের ধন্যবাদ জানাই যে তারা আর ২০ টা রান বেশি করে নাই। তাহলে ওয়াটশনের পাশে আরো একটি রকর্ড হয়ে যেত ২০০+ আর শচীন বেচারা হয়ে যেত ১ থেকে ২ এ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।