আমাদের কথা খুঁজে নিন

   

১০ এপ্রিল

আলো আসে না আমার ঘরে

এপ্রিল কে ক্যানো ক্রুয়েল মান্থ বলা হয় তা জানি না । তবে আজ সত্যি আমার সে রকম-ই মনে হলো । যে মূহূর্তে ফোনটা বেজে ওঠলো তখন আমার মুখে হাসি ছিলো । আনন্দ-ই লাগছিলো এত দিন পর ওর সাথে কথা হবে । ফোনটা ধরলাম, হ্যালো বললাম ।

ওপাশ থেকে ভারী কন্ঠ " নাঈম, আমার আব্বা আর নাই দোস্ত । " আমি কিছু বলার আগেই ফোন কেটে দিলো । কল ডিউরেশন ১১ সেকেন্ড । এই ধরণের সিউচিয়শনে এর আগে আমি কখনো পড়ি নাই । ওকে আমি কি বোঝাবো ! ও তো আমার বড় ভাই এর মতো যে আজীবন আমারে বোঝাইয়া আইছে ।

এই সময় ওর পাশে আমার থাকা উচিত ছিলো কিন্তু বাস্তবতা আমাকে অনেক দূরে রেখেছে । আমি যে জগতে থাকি সেখানে মৃত্যু একটা সার্টিফিকেট এর মতো । ভেবেছিলাম আরো কিছু লিখবো । কিন্তু মাথা ব্যথা করছে । আর আমার সবুজ পৃথিবী ঝাপসা হয়ে আসছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।