আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষের মঙ্গলার্ঘ্যঃ শব্দতরীর পরিস্ফুটন


এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক এসো এসো… প্রাণে বাজে বৈশাখী মাদল। এসো হে বৈশাখ, এসো এসো …। প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নিন। ব্লগারস ফোরাম বাংলা নববর্ষ উপলক্ষ্যে একই সঙ্গে ব্লগারস ফোরাম এর বর্ষপূর্তি, শব্দতরী ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন এবং ১লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি গ্রহন করেছে।

ব্লগারস ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য, সাধারন সদস্য সহ সকল বন্ধু শুভানুধ্যায়ী সবাইকে পোস্টের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছে। আপনারা সকলেই আমন্ত্রিত। অনুষ্ঠান সূচীঃ # ত্রিবেনী সঙ্গীত একাডেমীর পরিবেশনায় বৈশাখের এবং দেশের গান। # বাউল গানের আসরঃ বাউল মফিজ দেওয়ান ও তার দল। # ব্লগারস ফোরাম সদস্যদের পরিবেশনা।

# শব্দতরী ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন। # আপ্যায়ন। চলবে শব্দতরী ৩য় সংখ্যার উপস্থিত লেখকদের সৌজন্য কপি প্রদান। প্রবাসী লেখক গন তাঁদের মনোনীত ব্যক্তির মাধ্যমে শব্দতরী সংগ্রহ করতে পারবেন। ব্লগারস ফোরাম এর নতুন সদস্য সংগ্রহ।

“শব্দনীড়” ব্লগ এর প্রচারণা। ব্লগারদের জম্পেস আড্ডা। থাকবে দেশীয় খেলার বিভিন্ন ইভেন্ট। অনুষ্ঠান পরিচালনা এবং ব্যবস্থাপনায় ব্লগারস ফোরাম এর সদস্যবৃন্দ। # তারিখঃ ১লা বৈশাখ ১৪১৮।

১৪ই এপ্রিল ২০১১ইং রোজ বৃহস্পতিবার। # সময়ঃ দুপুর ২:৩০ ঘটিকা। # স্থানঃ ধানমন্ডি ৮ নাম্বার ব্রিজের পাশে “ডিঙ্গি” রেস্তোঁরার পাশে। প্রয়োজনে যোগাযোগ করুনঃ ০১৭৩৭ – ৫১০ ৮১৫ / ০১১৯০ – ০৬৯ ৪৬৯ আপনারা সকলে অবগত আছেন ব্লগারস ফোরাম এর উদ্যোগে প্রকাশিতব্য লিটল ম্যাগ শব্দতরী তৃতীয় সংখ্যা প্রসঙ্গে। আনন্দের সঙ্গে ফোরাম জানাচ্ছে যে এর কাজ সমাপ্ত।

বাংলা ১৪১৮ নতুন বছরের প্রথম দিনেই শব্দতরী প্রকাশিত হবে। যে আবেগ ভালোবাসা নিয়ে সবাই আশাতীত সাড়া দিয়েছেন ব্লগারস ফোরাম শ্রদ্ধা ভরে তা স্মরণ করছে এবং করবে। ইতিপুর্বে এতো বিপুল সংখ্যক ব্লগারদের লেখার সঙ্কলন নিয়ে এতো বড় পরিসরে আর কোন লিটল ম্যাগ প্রকাশিত হয়নি। এই লিটল ম্যাগটি আমাদের সবার একটি স্বপ্নের নাম। এটি আমাদের সম্মিলিত আবেগ।

ভালোবাসার সাহিত্যপত্র। আমাদের সবার অংশগ্রহনে এই কাজটি হয়ে উঠেছে আমাদের বন্ধনের মূলমন্ত্র। শব্দতরী ‘র এ সংখ্যায় যাদের লিখাঃ কবিতা- *রুদ্র অক্ষর *নিমফুল *লিখন *চারুমান্নান *বিলিভার *সুনয়ন *জামান আরশাদ *কবির য়াহমদ *রাতের পাখি *বখতিয়ার শামিম *হামিদুর রহমান পলাশ *ডা. সুরাইয়া হেলেন *হ্যাপী *নীলকাব্য *ডা. দাউদ *হাবিব সিদ্দিকী *ফরিদুল আলম সুমন *ছায়াবাজি *জিয়া রায়হান *সজল শর্মা *তৃষিত নয়ন *মোঃ মাজারুল ইসলাম *ফিরোজ খান *রেজওয়ান তানিম *অন্তিম *প্রধান অতিথি *ছন্দ হিন্দোল *বিনিয়ামিন *মাসুম আহমদ *রাজিন *ছায়েদা আলী *ভালবাসার দেয়াল *নদী *শামীম আরা চৌধুরী। ছড়া- *জ. ই মানিক *তাহমিদুর রহমান *ময়না মিঞা *স্বপ্নবাজী। শিশুতোষ গল্প- *হরবোলা *মঞ্জুরুল হক মুন্নু।

অনুগল্প- *আফরোজা হক *চিটি। গল্প- *পাশা *শেখ আমিনুল ইসলাম *শামিম রহমান *আনন্দময়ী *মাহাফুজুর রহমান *সকাল রয় *বাবুল হোসাইন *জুলিয়ান সিদ্দিকী *রেজা *মরু বেদুইন *বই পাগল *জেড. এইচ সৈকত *ফকির আবদুল মালেক *মাহজাবীন জুন। প্রবন্ধ- *রুমী *ফয়সল শামীম (নেটপোকা) *সাইক্লোন *মোজাম্মেল কবির *আজমান আন্দালিব *সাইদুর রহমান চৌধুরী *সায়মা *রেজোওয়ানা। চিঠিপত্র- *মুরুব্বী (আজাদ কাশ্মীর জামান) *সালমা রহমান *পবিত্র *হামিদুর রহমান পলাশ। মুক্তগদ্য- *ফকির ইলিয়াস *মেঘ *ছন্দহীন *অনিকেত রায়হান *নির্ঝর নৈঃশব্দ *সরসিজ আলীম।

রম্যকথন- *আ. শ. ম. এরশাদ। ব্লগারস ফোরাম দেশে অবস্থানকারী অতিথি সহ সকলের উপস্থিতি কামনা করে। আপনাদের সদয় উপস্থিতি এবং পরামর্শই পারে ফোরাম এর পদক্ষেপগুলোন এগিয়ে নিয়ে তা বাস্তবায়নে সম্ভবপর করে গড়ে তুলতে। ধন্যবাদ। ফোরাম এগিয়ে চলেছে সবার ঐকান্তিক ভালোবাসায়।

সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। শুভ ব্লগিং।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।