আমাদের কথা খুঁজে নিন

   

তিন হাজারী ক্লাবে সাকিব

প্যাটে ক্ষিদা, খাওন দে

তিন হাজার রানের ক্লাবে যোগ দিলেন সাকিব আল হাসান। আশরাফুলের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের ক্লাবের সদস্য হলেন অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির পাশাপাশি তিন হাজার রানের ক্লাবের সদস্যপদ লাভ করেন তিনি। ম্যাচের ২৩.৪ ওভারে অস্ট্রেলিয়ার সেস্না বাঁহাতি স্পিনার জাভিয়ার দোহার্তির বলটি কভারে ঠেলে দিয়ে দু'টি রান সংগ্রহ করেন সাকিব। সঙ্গে সঙ্গে জায়ান্ট স্ক্রিন জানিয়ে দেয়, এই দুই রান নেয়ার মধ্য দিয়েই ক্যারিয়ারের তিন হাজার রানে প্রবেশ করলেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।

চারিদিকে দর্শকরা করতালি দিয়ে বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানের অগ্রযাত্রাকে উৎসাহিত করে। ২০০৬ সালের ৬ আগষ্ট হারারের স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। খেলতে থাকেন আস্থার সঙ্গে। শনিবার পর্যন্ত ১০৯টি ম্যাচের ১০৫টি ইনিংস খেলেছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব। সংগ্রহ করেছেন ৩০২৭ রান।

ব্যাট হাতে তিনি ৫টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি করেন। ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সেন্ট জোন্সে কানাডার সঙ্গে ১৩৪ রান করে অপরাজিত ছিলেন। ওটাই ছিল তার সর্বোচ্চ সংগ্রহ এবং ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বল হাতে তিনি খেলেছেন ১০৭টি ইনিংস। সংগ্রহ করেছেন ১৩৭টি উইকেট।

দলের বেশ ক'টি জয়ে অবদানও রয়েছে ২৪ বছরে পা দেয়া তরুণ এ অল রাউন্ডারের। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তার ঝুলিতে ছিল ২৯৭৬ রান। তিন হাজার রানের ক্লাবে ঢুকতে প্রয়োজন ছিল মাত্র ২৪ রানের। ওপেনার তামিমের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৬৭ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন টাইগার দলপতি। এর মাধ্যমে প্রায় খাদের কিনারায় দাঁড়িয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন দলকে।

ক্যারিয়ারের ১৯তম হাফ সেঞ্চুরিটিও তিনি আদায় করে নিলেন আজ। এর আগে ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া আশরাফুল ১৬৪টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৩৭২ রান। বর্তমানে তিনি বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। দীর্ঘ দশ বছর খেলে আশরাফুল তিন হাজার রানের ক্লাবের সদস্য হলেও অভিজাত ওই ক্লাবের সদস্যপদ পেতে সাকিবের সময় লেগেছে মাত্র চার বছর। শুধু তাই নয় ব্যাটসম্যান আশরাফুলের গড় যেখানে ২৩.০৯, সেখানে অলরাউন্ডার সাকিবের ব্যাটিং গড় ৩৪.৩৯।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।