আমাদের কথা খুঁজে নিন

   

এই প্রজন্মের আয়ের তরিকা...

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেপেলেদের একটা সময়ে আয়ের মূল উৎস ছিল টিউশনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুয়েট এর ছাত্র পরিচয় দিয়ে টিউশনি করতো বেশি টাকা পেত বলে। ছাত্রী পড়াতে যেয়ে প্রায়শইঃ মানসিক কাজ কারবারে জটিলতা তৈরি হত! কিন্তু বোধকরি সময়ের সাথে দেশ এগিয়ে গেছে...ব্লগ আর অনলাইনের নানা তথ্য দেখে ধারণা করছি টিউশনি বা পার্ট-টাইম কাজ বাদ দিয়ে তরুণরা এখন লক্ষ-লক্ষ টাকা ইনকাম করছে নীচের পদ্ধতিতেঃ ১. গুগুল আ্যডসেন্স। ব্লগ খুললাম। আ্যড ক্লিক করলাম।

টাকাই-টাকা। ২. পিটিসি সাইট (যার জন্মই হয়েছে ভোদাইদের আবুল বানাবার জন্য)। ঘরে বসে বসেই অবিস্মরণীয় আয়। ৩. ডেস্টিনি। ক্লাব এস্টোরিয়া।

ইউনিপে। ডানে-বামে হাত বাড়াবেন। অল্পদিনেই কোটিপতি। ৪. রাজনীতি করা। আশা করি যায় অল্প সময়ের মধ্যেই আমরা কোটিপতি এক প্রজন্ম পাচ্ছি...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।