আমাদের কথা খুঁজে নিন

   

রাত পৌনে চার



আহ্‌! রাত পৌনে চারে যদি সিগারেট ফুরোয়, যদি নটার আগে সিগার বিতান না খোলে, অপেক্ষা করতে মন না চায়, কি করার থাকে তখন? কাগজ মুড়িয়ে খেলনা সিগার খেতাম ছোটবেলায়। চেষ্টা করে দেখব নাকি আরেকবার? অনেকে সিগারের সাথে দুঃখ পোড়ায়। প্রেমপত্র মুড়িয়ে সিগার বানালে দুঃখ পোড়াবার সুখ দ্বিগুন হবার কথা ব্যার্থ প্রেমিকের। আমাকে বললে, সিগার কেন ছাড়ছো না? ছাড়ার ইচ্ছে নেই, তাই। সিগার ধরার কারন ছিল। ছাড়ার কারন যেদিন পাব, ছেড়ে দেব। সত্যি সিগারেটের মত সঙ্গ তুমিও দাও নি। দীর্ঘশ্বাস ছাড়ি ভারী মন হালকা করতে। সিগারেট সে সুযোগ দেয় বাধ্যতামূলক ভাবে।...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।