আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -২০২ (রূপসী)



সংস্স্কৃত ব্যাকরণ মতে রূপসী শব্দটি শুদ্ধ নয়। সংস্কৃতে রূপীয়সী শুদ্ধ। কিন্তু বাংলায় তা অপ্রচলিত। সুন্দরী বা রূপবতী অর্থে বাংলায় রূপসী শব্দটি চালু রয়েছে (তোহ্মাক দেখিল রাধা অধিক রূপসী - শ্রীকৃষষ্ণকীর্তন)। আগে 'রুপসী' শব্দটি চালু ছিল।

জ্ঞানেন্দ্রমোহন দাস তাই শুরুতেই রুপসী শব্দটি রেখেছেন। তবে বর্তমানে রূপসীই চালু। বাংলায় একই অর্থে রূপসিনী শব্দটিও চালু রয়েছে (অলঙ আমার বাক্য শুন রূপসিনী - শীতলামগ্ঙ্গল)। এটাও ব্যাকরণ দুষ্ট শব্দ। কিন্তু চলছে।

এটাকে আর পাল্টানোর দরকারও নেই। সংস্কৃতে 'রূপস' শব্দের অর্থ রূপবান, সুন্দর (স্বর্ণরৌপ্য ঘর সব দেখিতে রূপস - কৃত্তিবাস; পিতাপুত্রে দুয়ে আটি গজালে গাঁথিল পাটি, গড়ে ভিঙা দেখিতে রূপস - কবিকঙ্কন চণ্ডী)। এ রূপস থেকেই বাংলায় স্বীলিঙ্গে রূপসী শব্দটি এসেছে। একই নিয়মে সুকেশী শব্দটি ব্যাকরণসম্মত হলেও মধুসূদন দত্ত তাঁর মেঘনাবধ কাব্যে 'সুকেশিনী' শব্দটি লিখেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।