আমাদের কথা খুঁজে নিন

   

গত কয়দিনে যে মুভিগুলো দেখলাম


1. a tale of two sisters কোরিয়ান এই মুভিটিকে হরর হিসেবে নাম শুনেছিলাম। কিন্তু সত্যিকার অর্থে মুভিটি দুর্দান্ত একটা টুইস্ট মুভি। ছোট বোন সু-ইউং এর মৃত্যুর পর বড় বোন সু-মি কি করে তার অস্তিত্ব টিকিয়ে রাখল দেখতে থাকুন আর ছবির দুই তৃতীয়াংশ যাওয়ার আপনি একটা ভয়াবহ মোচড়ের অপেক্ষায় থাকুন। 2. primal fear এই মুভিটাও দুর্দান্ত। তবে কন্সেপ্টটা সাইকো এবং উইটনেস অফ দা প্রসিকিউশন সংমিশ্রণ বলে মনে হয়েছে।

এডওয়ার্ড নরটন বেশ ভাল অভিনয় করেছেন। 3. mulholland drive কিছুই বুঝি নাই। রিভিউ-সিনপসিস পড়ে মনে হইছে,ক্রিটিকরাও ঠিক বুঝছে কিনা সন্দেহ। আপনি নিজেকে বোদ্ধা ভাবলে দেখতে পারেন। 4. the secret in their eyes আর্জেন্টাইন এই মুভিটা অসামের উপরে অসাম।

যারা নিয়মিত মুভি দেখেন,স্পেশালি থ্রিলার এবং টুইস্ট মুভি ভালবাসেন,অফ কোর্স দেখবেন,বিফলে মূল্য ফেরত। 5. cape fear মারটিন স্করসিসের ছবি। রবার্ট ডি নিরো কোন মাপের অভিনেতা এই ছবি দেখলে বুঝবেন। একজন রেপিস্ট,একজন উকিল,একটি ভুল এবং একটি প্রতিশোধ-এই হল মুভির প্রতিপাদ্য। 6. the girl with dragon tatoo খুব বেশি কিছু বলতে চাই না।

আমার এ পর্যন্ত দেখা শ্রেষ্ঠ থ্রিলারের একটা। 7. the good shepherd সি আই এ কি জিনিস,এই মুভিটা দেখলে ক্লিয়ার হবেন। ম্যাট ড্যামনের অভিনয় প্রশংসনীয়। 8. motorcycle diaries চে গুয়েভারা এবং তার এক বন্ধুর মটর সাইকেল যোগে দক্ষিণ আমেরিকা ভ্রমণের কাহিনী। চে এর ফ্যানরা এই মুভি দেখলে চে কে আরেক বেশি ভালবাসবেন,সন্দেহ নেই।

9. fracture মুভিটার ট্যাগলাইন,"আই শুট মাই ওয়াইফ। প্রুভ ইট। "অভিনয় করেছেন অ্যানথনি হপকিন্স। সো বুঝে নিন মুভিটা কেমন হতে পারে। 10. the shining মুভিটার জেনার হল সাইকোলজিক্যাল হরর।

মুভির কাহিনী স্টিফেন কিংএর। জ্যাক নিকলসন এর ফ্রিক অভিনয় দেখে আমার ফ্রিক হয়ে যাবার জোগাড়। ভাল থাকবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।