আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো ছিলাম বেশ নিজের ছন্দে (সেদিন চৈত্র মাস-১৯৯৭- কবির সুমন)



আমি তো ছিলাম বেশ নিজের ছন্দে সকালের রোদে আর মাটির গন্ধে, জৈস্ঠের তাপে আর শ্রাবণের জলে সবুজ শ্যাওলা ঘেরা দিঘীর আকালে, কোথাও ছিলেনা তুমি কেন তুমি এলে? কেন গান এনে দিলে কেন এনে দিলে ? আমি তো ছিলাম বেশ নিজের খেয়ালে লিখিনি করুর নাম মনের দেয়ালে, লিখা সুধু স্মরলিপি মনের পাতায় কথা আর সুরে ভরা গানের খাতায়, কখনও তোমার নাম ছিলনা কোথাও তাই কি লিখিনি গান আজও একটাও। আমিতো ছিলাম বেশ নিজের জগতে আনাগোনা ছিল শুধু চেনা জানা পথে, খেলার সাথির হাতে হাত রেখে খেলা খেলতে খেলতে কেটে গেল ছেলেবেলা, এখন হঠাৎ কেন আনমনে ভাবি এসেছে আবাক করা জীবনের দাবি। তুমি কি বুঝনা কেন সুর আসে বুকে আমার গানের ছোয়া দুঃক্ষে ও সুখে, ছোয়ায় ছোয়ায় কাছে আসে দুটি মন ভালবাসা গান হয়ে আসেই তখন, সে খবর রটে যায় হাওয়ার সুবাসে আকুল ফাগুনে আর চৈত্রের মাসে, কোথাও ছিলেনা তুমি কেন তুমি এলে? কেন গান এনে দিলে কেন এনে দিলে ? ডাউনলোড লিং :http://bengali-mp3.com/bengali_movie_songs/Sedin%20chaitramas/Aamito%20Chhilam%20(bengali-mp3.com).mp3

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।