আমাদের কথা খুঁজে নিন

   

সমকামীদের বিচার করার আমি কে: পোপ

এ সমাজের মানুষ হিসাবে তাদের গ্রহণ করা উচিত মন্তব্য করে পোপ সোমবার বলেন, “কোনো মানুষ সমকামী হলেও সে যদি ঈশ্বরকে কামনা করে, আর তার অন্তরে মঙ্গল কামনা থাকে, তবে তার বিচার করার আমি কে?” সপ্তাহব্যাপী ব্রাজিল সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের একথা বলেন পোপ। তার এ বক্তব্যে সমকামী ইস্যুতে আগের পোপদের চেয়ে ফ্রান্সিসের অবস্থান অনেকটাই নমনীয় বলে মনে করা হচ্ছে। পোপ ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে সই করা এক দলিলে বলেছিলেন, সমকামী প্রবণ মানুষদের পুরোহিত হওয়া উচিত নয়। কিন্তু পোপ ফ্রান্সিস বলছেন, সমকামী যাজকদেরকে ক্ষমা করে দেয়া এবং তাদের পাপকাজকে ভুলে যাওয়া উচিত। “ক্যাথলিক চার্চের ধর্মে প্রশ্নোত্তরে শিক্ষাদানে এই বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে।

” ভ্যাটিকানের সাংবাদিকদের সঙ্গে ৮০ মিনিটের দীর্ঘ সাক্ষাৎকারে বলেন পোপ। তিনি বলেন, সমকামী হওয়ার কারণে তাদেরকে কোণঠাসা করে রাখা উচিত না বরং তাদেরকে সমাজে গ্রহণ করা উচিত। এছাড়াও চার্চে নারীদের আরো বড় ভূমিকায় দেখতে চান তিনি। তবে তাদের পুরোহিত হওয়া উচিত নয়- একথাটিও জোর দিয়ে বলেন পোপ। তিনি বলেন, ‘চার্চে নারীদের কেবল দাতব্য প্রতিষ্ঠানের প্রধান বা মুখপাত্র বানিয়ে রাখা ঠিক নয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.