আমাদের কথা খুঁজে নিন

   

আ.লীগ নেতার গুদাম থেকে ৫৬০ বস্তা ওএমএসের চাল জব্দ



চট্টগ্রামে বহদ্দারহাট ও বাকলিয়া এলাকা থেকে ৫৬০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। চালের বস্তাগুলোর উপর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিল রয়েছে। এর মধ্যে আজ বুধবার দুপুরে বহদ্দারহাট হক মার্কেটস্থ টিটু দাশের গুদাম থেকে সাড়ে ৩শ বস্তা এবং মঙ্গলবার রাতে বাকলিয়া থানার চাক্তাই এলাকা থেকে ট্রাকসহ ২১০ বস্তা চাল জব্দ করা হয়। বহদ্দারহাটের গুদামের মালিক টিটু দাশের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হক মার্কেটের জয় ট্রেডিং এর গুদাম থেকে ওএমএসের চাল জব্দের কথা স্বীকার করে বলেন, গুদামের মালিক টিটু দাশ অভিযানের আগেই কর্মচারীসহ পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা যায়নি। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে কতিপয় ব্যবসায়ী এসব চাল গুদামজাত করেছে। বহদ্দারহাট হক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদ চৌধুরী বলেন, ওএমএসের চাল গুদামজাত করায় যারা জড়িত তাদের খোঁজ পাওয়া যায়নি। বাকলিয়া থানার ওসি মাহমুদ জানান, গতকাল রাতে চাকতাই এলাকায় ২১০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এসব চালের মালিককে এখনো পাওয়া যায়নি।

ট্রাকের চালক কিংবা হেলপার কাউকে পাওয়া যায়নি। কেউ বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা ফেরত দেয়া হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.