আমাদের কথা খুঁজে নিন

   

বউ এবং গাধা



মোল্লা নাসিরুদ্দিনের বউ যখন মারা গেল তখন তাকে বেশি হা হুতাশ করতে দেখা গেল না। অথচ সবার ধারনা ছিল মোল্লা তার বউকে খুব ভালবাসে। তার কিছুদিন পরে মোল্লার গাধা মারা গেল। এতে সে এত কান্না-কাটি করতে লাগল যেন সে গাধার শোকে পাগল হয়ে যাবে। তার এই অবস্থা দেখে এক বন্ধু একদিন জিজ্ঞেস করল,"বন্ধু তোমাকে একটা কথা বলি, তোমার বউ মারা গেলে তুমি তেমন কাঁদলে না, আমরা ভেবেছিলাম তুমি দুঃখ পাবে, শোক করবে। তখন তুমি সেভাবে শোক করলে না, আর এখন সামান্য একটা গাধার জন্য তুমি এমন করছ।" মোল্লা বলল,"কথাটা যখন জানতে চাইলে তখন বলি, বউ মারা গেলে তোমরা সবাই এসে আমাকে সান্তনা দিলে, বললে কেঁদো না আমরা তোমার জন্য দেখে শুনে আরেকটা ভাল বউ এনে দেব। আরেকটা বউ পাওয়া যাবে মনে করে আমার কষ্টটা আমি সামলে নিলাম। কিন্তু গাধাটা মারা যাওয়ার পরে তোমরা কেউ তো আমাকে আরেকটা ভাল গাধা কিনে এনে দিতে চাইলে না।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।