আমাদের কথা খুঁজে নিন

   

দারিদ্র-অশিক্ষার ফলঃ মাকে হত্যা করে বাবার আত্মহত্যাঃ শিশুদুটির কি হবে?

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

হায় পাষন্ড পিতা, মানুষ নামের কলংক! দারিদ্রের কষাঘাতে পড়ে একি করলি তুই? শিশুদুটির এখন কি হবে? এতদিন দারিদ্র ছিল, হয়ত না খেয়ে চলে গেছে কত রাত, কত দিন! কিন্তু মাথার ঊপর আশ্রয় ছিল, বাবা-মায়ের স্নেহের কোল ছিল, ভরসা ছিল। মানুষ হবার স্বপ্নে স্কুলে যাতায়াত ছিল। আজ শিশুদুটি এতিম, আশ্রয়হারা। কে তাদের দ্বায়িত্ব নিবে? এ রকম অসংখ্য অসহায় শিশু আমাদের চারপাশে। এদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরো ভাল ব্যাবস্থা থাকা দরকার যেন তারা আশ্রয় পায়। তাদের শৈশব চুরি হয়ে না যায়! আশা করি, প্রার্থনা করি, শিশুদুটির যেন নিরাপদ আশ্রয় জোটে। খবরটি দেখুন আজকের প্রথম আলো তেঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।