আমাদের কথা খুঁজে নিন

   

৩৫ মিনিট ১৯ সেকেন্ড



স্বপ্নের স্থায়িত্বকাল নাকি মাত্র কয়েক মিনিট, অথচ আমি একটা স্বপ্ন দেখলাম- যার স্থায়িত্বকাল ছিল ৩৫ মিনিট ১৯ সেকেন্দ। স্বপ্নটা ধারাবাহিক, আগের অংশটা ছিল দুঃস্বপ্নও/ এই স্বপ্নটা অন্যরকম; কিছু নিরবতা, কিছু কথা আর কিছু আহবান। আহবান- নিজের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসার, আহবান- নিজেকে প্রকাশের, আহবান- শৃঙ্খল ভেদের, আহবান- নতুন করে বাঁচার। স্বপ্নের স্থায়িত্বকাল ৩৫ মিনিট ১৯ সেকেন্ড। বাস্তবতায় ফিরে আশি; স্বপ্নের সে আহবান এ সারা দেয়া কি খুব সহজ? সম্ভব কি নিজের চারপাশের অদৃশ্য দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসা? যেখানে আমার চারপাশের মানুষগুলো চায়না এই না এই পরিবরতন!! নাহ! স্বপ্নটা শুধু স্বপ্ন হয়েই থাকবে, আমার খুব প্রিয় একটি স্বপ্ন, যার স্থায়িত্বকাল ৩৫ মিনিট ১৯ সেকেন্ড।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।