আমাদের কথা খুঁজে নিন

   

৩৩ বছর পর আফগানিস্তানে সোভিয়েত সেনার সন্ধান লাভ!!!!!!!!

বছরের প্রথম ছাতা মাথায় রাস্তায় নামা , বছরের প্রথম ছাতায় বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা ;পুনশ্চ - পলিটিকাল ব্যাপার নিয়ে আর ব্লগ দিবনা, সবাই আমার ভাই , সত্যি কথা বললে কোন পক্ষের কোন ভাইকে কষ্ট পাবে সেটা দিতে চাইনা :) আফগানিস্তানে প্রায় ৩৩ বছর আগে হারিয়ে যাওয়া একজন সাবেক সোভিয়েত সেনাকে খুঁজে পাওয়া গেছে। তিনি বর্তমানে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশে আফগান জনগণের সঙ্গে বসবাস করছেন। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, আধা-যাযাবর সৈন্য বাখরুদ্দিন খাকিমভের বর্তমান নাম শেখ আব্দুল্লাহ এবং তিনি এখন একজন হারবাল চিকিত্সক। সাবেক সোভিয়েত সেনাদের একটি দল উজবেক বংশোদ্ভুত এ সাবেক সোভিয়েত সেনাকে খুঁজে পেয়েছে। ১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করার কিছুদিনের মধ্যে সংঘর্ষে বাখরুদ্দিন খাকিমভ আহত হন।

তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে নিয়ে যায়। রাশিয়ার যুদ্ধফেরত সেনাদের কমিটির প্রধান রাসলান আউশেভ বলেছেন, প্রায় এক বছরের অনুসন্ধানের পর তারা হেরাত প্রদেশের শিনদান্দ জেলায় শেখ আব্দুল্লাহকে খুঁজে পেয়েছেন। ৩৩ বছর আগে তিনি সাবেক সোভিয়েত বাহিনীর রাইফেল ইউনিটে কর্মরত ছিলেন। আফগানিস্তানে এখনো নিখোঁজ ২৬৪ জন সোভিয়েত সেনাকে খুঁজে বেড়াচ্ছে আউশেভের কমিটি। এদের অর্ধেক রাশিয়ার নাগরিক, বাকিরা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া প্রজাতন্ত্রগুলোর অধিবাসী।

১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পরবর্তী এক দশকে ওই কমিটি ২৯ জন সেনাকে খুঁজে পেয়েছিল। তাদের মধ্যে ২২ জন তাদের ঘর-বাড়িতে ফিরে গিয়েছিলেন এবং বাকি সাত জন আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেখ আব্দুল্লাহকে খুঁজে পাওয়ার পর এখন সাবেক সোভিয়েত সেনাদের খুঁজে পাওয়ার ব্যাপারে আরো দৃঢ়সংকল্প হয়েছে রুশ সেনাদের কমিটি। শেখ আব্দুল্লাহ একজন আফগান নারীকে বিয়ে করেছিলেন, তবে তার স্ত্রী মারা গেছেন। তার কোনো সন্তান নেই।

সাবেক সোভিয়েত সেনাদের কমিটির উপ-প্রধান আলেক্সান্ডার লাভরেন্তিয়েভ জানিয়েছেন, শেখ আব্দুল্লাহকে এখনও তার যুদ্ধকালীন আহত হওয়ার ভয় তাড়া করে ফেরে। তার হাত ও ঘাড় অনবরত কাঁপে এবং শরীরের অনেক অঙ্গের ওপর তার স্নায়ুর নিয়ন্ত্রণ কমে এসেছে। উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের অধিবাসী শেখ আব্দুল্লাহ তার জন্মস্থান ও আত্মীয়-স্বজনের নাম মনে করতে পারেন। তবে সেখানে ফিরে যাওয়ার কোনো আগ্রহ তার মধ্যে দেখা যায়নি। রুশ ভাষা বুঝলেও ওই ভাষায় খুব একটা কথা বলতে পারেন না।

আফগানিস্তানের রাষ্ট্রভাষা ফার্সিতে কথা বলেন তিনি। আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক দশকের দখলদারিত্বের সময় আফগান মুজাহিদদের সঙ্গে সংঘর্ষে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়। ওই ১০ বছরে প্রায় ১০ লাখ আফগান মারা যায় বলে পশ্চিমা সূত্রগুলো দাবি করে থাকে। # ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।