আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক শিক্ষা ভাবনাঃ

সুন্দর পৃথিবীর পূর্বশর্ত, শিশুদের সুষম বিকাশ

(পূর্ববর্তী প্রকাশের পর-৫) প্রাথমিক শিক্ষার মূল বিষয় হল - বাংলাদেশের প্রাথমিক শিক্ষা “বাংলাদেশ সংবিধান” স্বীকৃত সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। যেহেতু বাংলাদেশে কোন সুনির্দিষ্ট শিক্ষানীতি নাই, সুতরাং বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কেমন হবে, শিক্ষার্থীরা কি শিখবে তা শিক্ষা দার্শনিক, বিশেষজ্ঞদের দারা নির্ধারিত হয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষার লক্ষ্য স্থির করা হয়েছে নিুরুপভাবে ----- “বাংলাদেশের শিশুর দৈহিক, মানষিক, সামাজিক, মানবিক, নৈতিক, আধ্যাতিক ও নান্দনিক বিকাশ সাধন এবং শিশুকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। ” প্রাথমিক শিক্ষার মূলমন্ত্রই হলো উপরোক্ত “প্রাথমিক শিক্ষার লক্ষ্য” যাকে ভেঙ্গে ২২ উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। আবার ২২ টি উদ্দেশ্যকে ভেঙ্গে ৫০টি প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

এই প্রান্তিক যোগ্যতা বাস্তবায়ন করার জন্য ১২টি বিষয়ের মাধ্যমে যোগ্যতাগুলো অর্জন করা হচ্ছে। ৫০টি প্রান্তিক যোগ্যতাগুলো শিশুরা এক বছরেই অর্জন করবে না। ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষার মাধ্যমে ধাপে ধাপে ক্রমে ক্রমে অর্জন করবে। সেই জন্য এক একটি প্রান্তিক যোগ্যতাকে ভেঙ্গে শ্রেণী অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারন করা হয়েছে। যা এক জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তা না হলে এক জন শিক্ষক শিক্ষার্থীদের কোন দিকে পরিচালিত করবে তা ভাববার বিষয়। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.