আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্র-দালাল

ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ

ঐ যে নক্ষত্রের দিকে চেয়ে বসে আছে থিরচোখ, ওরাও দালাল। অত্রি, বশিষ্ট্য, পত্নী অরুন্ধতী, ধ্রুব-- একে একে ন্যায্যদামে সকলকে কিনবেন যারা--তাঁরা কেউ গন্ডমূর্খ নন। সকলেই স্মিতভাষ, সকলেই দারুন জটিল। সকলেই আজন্ম ফুলমনা, শিশুপ্রিয়, গীতপোষ্য জীব। সকলের স্বপ্নে আছে পরহিতে, সমভাবে বাঁচা। সকলের ইচ্ছে ছিল যতটুকু না হলেই নয়, সেইটুকু কাছে রেখে বাকীটাতে অকাতর হতে। সবটুকু ঠিক ছিল, তারার নিলাম সেরে ফিরেও। টিভির চ্যানেল খুলেটুলে দেশের বেহাল দশা দেখে জিভের শব্দ তুলেটুলে শুয়েওছিলেন তুলো চেপে। ঘুমের মধ্যে সেই দালালের গলা গম্ভীর-- 'এ 'কটা নক্ষত্রে আর কটাদিন যাবে? দাদা-- আসবেন, পরদিন কম করে দেবো।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।