আমাদের কথা খুঁজে নিন

   

কবি অমিত চক্রবর্তীকে

আমি এবং আরণ্যক ছাইরংয়া বধ্যভূমিতে দাড়িয়ে দেখছি শেষ সূর্যাস্ত

গতকাল সাপটা আবার ছোবল দিলো কপালের ঠিক মাঝ বরাবর, যন্ত্রনায় ডুবে যেতে যেতে আবিস্কার করলাম মৃত্যু অতটা সহজ নয়, ছাড়পত্রটা কয়েক বছর আগে নেবার দরকার ছিলো, দু’হাতের মাঝখানে কন্ঠটা চেপে ধরে হাসি পাচ্ছিল, সাপেরাও এতবোকা হয়?বুঝতে পারেনা কবে কখন দ্রোহ উন্মত্ত্ব বিষটুকুও নির্বিচারে জল হয়ে যায়। আচ্ছা কতটুকু গভীরে গেলে আঁধারের কৃষ্ণত্ত্ব মাপা যায়? পকেটভর্তি বিষের প্যাকেট নিয়ে আঁধারে ডুবতে গেলে পশ্চিমা শুড়িখানায় বসে এক মাতাল কবিকে দেখি গ্লাস ও ধোয়ার মিছিলে শব্দের পর শব্দ সাজাতে, আমার চারপাশে জমকালো সব প্রেতযোনী আধারে আওয়াজ তোলে, ওরাই একদিন শব্দ ছিলো, একদম সহজ, নিখুত সুন্দরীতমার মতো এখন একটু আধটু বুঝতে পারি কবিতাকে সহজ বানানো কতটা কঠিন, শব্দেরা আপনিই ইস্পাত হয়, চুম্বকের মতো টেনে নেয় মৃতের গন্ধ কেননা ওদিকে বরফ পড়লে, আমিও যে চুলের জঙ্গল থেকে ধুলোর মতো ঝেড়ে ফেলি ঘাম;

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।